হুয়াওয়ে গত সপ্তাহে তাদের নোভা ফ্লিপ ভার্টিক্যাল ফোল্ডিং স্মার্টফোনটি উন্মোচন করেছে।
চলতি সপ্তাহে কোম্পানিটি জানিয়েছে, উন্মোচনের ৭২ ঘণ্টার মধ্যে ফোনটি ৪৫ হাজার ইউনিটের বেশি বিক্রি হয়েছে, যা গত বছরের একই সময়ের মধ্যে বিক্রি হওয়া কোম্পানির ফ্লিপ ফোনগুলোর তুলনায় ৮৫ শতাংশ বেশি।
বিক্রির দিক থেকে নোভা ফ্লিপ ফোনটি আগের মডেলের তুলনায় ইতিবাচক সাড়া পেয়েছে।
মেমোরি ও স্টোরেজ স্পেসিফিকেশনের ওপর ভিত্তি করে স্মার্টফোনটি ৭৪০ ডলার (প্রায় ৮৭ হাজার টাকা) থেকে ৯১০ ডলার (১ লাখ টাকার বেশি) পর্যন্ত দামে পাওয়া যাচ্ছে।