প্রতিষ্ঠার পাঁচ বছরে মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান নগদ কয়েকশ’ কোটি টাকার বিনিয়োগ এনেছে বলে জানিয়েছেন নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। এখনও সেবা শুরু হয়নি, তারপরও ইতোমধ্যে নগদ ডিজিটাল ব্যাংকে ১১২ কোটি টাকার বিদেশি বিনিয়োগ ঢুকেছে বলে জানান তিনি।
রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় দেশের স্টার্টআপ কোম্পানির প্রতিষ্ঠাতাদের সঙ্গে ভার্চুয়ালি এক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। সভায় দেশের তরুণ সব ডিজিটাল ব্যবসার উদ্যোক্তারা যুক্ত হয়ে নানা প্রশ্ন করেন। সাংবাদিকরাও সেখানে যুক্ত ছিলেন, তারাও নগদ সিইওকে প্রশ্ন করেন।
তানভী এ মিশুক বলেন, ‘বেশ কয়েকটা বিশ্বখ্যাত বিনিয়োগকারী প্রতিষ্ঠান নগদ মোবাইল আর্থিক সেবা এবং নগদ ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করেছে। বিশ্বের অন্যতম বৃহৎ অডিম ফার্ম ডেলয়েট নগদের দৈনিক লেনদেন অডিট করে থাকে।’
তিনি জানান, নগদের ই-মানি ও ফিজিকাল মানির মধ্যে কোনও পার্থক্য নেই। নগদ যা ই-মানি ব্যবহার করে, তার চেয়ে বেশি অর্থ ব্যাংকে রাখা আছে।’ এছাড়া বাংলাদেশের কোনও ব্যাংকে নগদ লিমিটেডের একটি টাকাও ঋণ নেই বলে জানান তিনি।
নগদের প্রতিষ্ঠাতা বলেন, ‘আমরা সরকারের একটি প্রতিষ্ঠান ডাক বিভাগের সঙ্গে চুক্তি করে কাজ করছি। এ কারণে সব সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হয় আমাদের। আগের সরকারের সঙ্গে করেছি, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সঙ্গেও করছি, ভবিষ্যত সরকারের সাথেও করবো।’