মেটার মালিকানাধীন দুই প্লাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রদর্শিত বিজ্ঞাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন আইনপ্রণেতারা। সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধ ওষুধের প্রচার অবহিত করে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সদস্যদের একটি দল সম্প্রতি কোম্পানির সিইও মার্ক জাকারবার্গকে চিঠি পাঠিয়েছেন। খবর সিএনবিসি।
ওই চিঠিতে আইনপ্রণেতারা বলেন, মেটার মালিকানাধীন প্লাটফর্ম দুটি অবৈধ ওষুধের বিজ্ঞাপন প্রচার রোধ করতে ব্যর্থ হচ্ছে।
এ বিষয়ে হাউজ সদস্যরা ওয়াল স্ট্রিট জার্নাল ও অলাভজনক টেক ট্রান্সপারেন্সি প্রজেক্টের সাম্প্রতিক প্রতিবেদন উদ্ধৃত করেন। সেখানে বলা হয়, ফেসবুক ও ইনস্টাগ্রামের ওই বিজ্ঞাপন তৃতীয় পক্ষের মাধ্যমে পরিষেবা কিনতে উৎসাহ দিচ্ছে, যেখানে বড়ি থেকে কোকেনসহ উদ্দীপনা সৃষ্টি করে এমন ওষুধ রয়েছে। ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রচারিত বিজ্ঞাপনগুলো ব্যবহারকারীদের অবৈধ ওষুধের জন্য অনলাইন মার্কেটপ্লেসে নিয়ে যায়।
আইনপ্রণেতা লিখেছেন, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো অবৈধ ওষুধ বিক্রি নিয়ে ফেডারেল প্রসিকিউটরদের তদন্তের মুখোমুখি হয়েও মেটা বিজ্ঞাপন প্রদর্শন চালিয়ে যাচ্ছে।
চিঠিতে স্বাক্ষরকারী ১৯ আইনপ্রণেতা মার্ক জাকারবার্গকে ১৫টি প্রশ্নের একটি তালিকা পাঠিয়েছেন, যেখানে এ সমস্যার কীভাবে সমাধান করা হবে তা নিয়ে আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে।