ভারতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে নকিয়ার সবচেয়ে বড় ল্যাব। প্রাদেশিক সরকারের সহায়তায় দেশটির চেন্নাই ও তামিলনাড়ুতে ফিক্সড নেটওয়ার্ক গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কেন্দ্র স্থাপন করবে ফিনল্যান্ডের প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে কোম্পানিটি বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করেছে।
সূত্র জানিয়েছে, ফিক্সড নেটওয়ার্কের জন্য নতুন এ গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে ৪৫০ কোটি রুপি বিনিয়োগ করবে নকিয়া।
এ বিনিয়োগের মাধ্যমে প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক, ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস, ওয়াই-ফাই ও এমডিইউ সলিউশনের জন্য নকিয়ার টেন জি, ২৫জি, ৫০জি এবং ১০০জি উন্নয়নের কাজ অনেক দূর এগিয়ে যাবে।
এরইমধ্যে তামিলনাড়ু সরকার ও নকিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।