টেক জায়ান্ট অ্যাপল আনুষ্ঠানিকভাবে আইফোন সিক্সটিন ও সিক্সটিন প্লাসকে কেন্দ্র করে তাদের সর্বশেষ আইফোন লাইনআপ উন্মোচন করেছে। এ বছরের মডেলগুলোয় বাহ্যিক ডিজাইনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে কোম্পানিটি। এর মধ্যে সবচেয়ে বড় হালনাগাদ হলো অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অ্যাপল ইন্টেলিজেন্স। এছাড়াও, আইফোন সিক্সটিন সিরিজে নতুন একটি ক্যামেরা কন্ট্রোল বাটন যুক্ত করা হয়েছে, যা ছবি ও ভিডিও তোলার প্রক্রিয়াকে আরো সহজ করে তুলবে বলে দাবি অ্যাপলের। খবর এনগ্যাজেট।
কোম্পানিটি বলছে, আইফোন সিক্সটিন সিরিজটি অত্যাধুনিক এআই ও মেশিন লার্নিংয়ের উন্নত সক্ষমতা সমর্থন করার জন্য তৈরি করা হয়েছে। নতুন এ১৮ চিপ আইফোন ফিফটিনের এ১৬ বায়োনিক চিপের তুলনায় আরো ভালো পারফরম্যান্স সরবরাহ করবে। অ্যাপল দাবি করছে, এ চিপের সাহায্যে একক কোরের ওপর নির্ভরশীল কাজ যেমন- অ্যাপ চালু করা বা বেসিক অপারেশন সম্পাদন করা অনেক দ্রুত সম্পন্ন হবে। মূলত এ১৮ চিপের শক্তি আইফোন সিক্সটিনকে নতুন ধরনের স্মার্ট এআই ফিচার সরবরাহ করতে সক্ষম করে তোলে, যা পুরানো মডেলগুলোয় ছিল না। ফলে ফোনটি আরও স্মার্ট ও জটিল ভিজ্যুয়াল কাজগুলো সহজে করতে পারবে। এছাড়া, বিশেষভাবে তৈরি করা ক্যামেরা কন্ট্রোল বাটনটি ডিসপ্লে ট্যাপ না করে, ভলিউম বাটন চাপ না দিয়ে ও রিমোট ট্রিগার ব্যবহার না করেই ছবি তুলতে বা ভিডিও রেকর্ড করতে সহায়ক। অ্যাপল বলছে, এটি ডিএসএলআর ক্যামেরার ক্যাপচার বাটনের মতোই কাজ করে। বাটন টিপলেই ক্যামেরা অ্যাপটি খুলবে ও হালকা প্রেস করলে ছবির বিষয়বস্তু বা সাবজেক্টের ওপর ফোকাস করবে। বাটনটি সম্পূর্ণ প্রেস করে ছবি তোলা যাবে ও এটিকে চেপে ধরে থাকলে ভিডিও রেকর্ডিং শুরু হবে।
এদিকে গত বছরের আইফোন লাইনআপের হাই-অ্যান্ড প্রো মডেলগুলোয় প্রথম চালু করা হয়েছিল অ্যাকশন বাটন। এখন এটি আইফোন সিক্সটিন সিরিজের আরো সাশ্রয়ী মূল্যের মডেলগুলোয় যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে অ্যাপল। বাটনটি পুরানো মিউট সুইচের জায়গায় প্রতিস্থাপন করা হয়েছে। এটি ব্যবহারকারীর সুবিধার্থে বিভিন্ন কাজের জন্য সেট করা যাবে, যেমন- ফ্ল্যাশলাইট চালু করা বা ভয়েস মেমোস রেকর্ড করা।