গত ফেব্রুয়ারিতে বার্সেলোনায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে এক আশ্চর্য মেমোরি কার্ডের ঘোষণা দিয়েছিল স্যানডিস্ক! এক টেরাবাইট স্টোরেজসম্পন্ন মেমোরি কার্ডটি গত এপ্রিলেই বাজারে আসার কথা ছিল।
কিন্তু প্রযুক্তি পত্রিকা ভার্জ জানিয়েছে, দেরিতে হলেও অবশেষে মেমোরি কার্ডটি বাজারে এসেছে।
এ যাবত্কালের সর্বাধিক ধারণক্ষমতাসম্পন্ন মেমোরি কার্ডটির গালভরা নামও দেয়া হয়েছে—স্যানডিস্ক এক্সট্রিম মাইক্রো এসডি ইউএইচএস-১ কার্ড—১ টেরাবাইট। বর্তমানে স্যানডিস্কের অনলাইন স্টোরের পাশাপাশি অ্যামাজনেও পাওয়া যাচ্ছে এটি। তবে এর জন্য খরচ করতে হবে ৪৪৯ দশমিক ৯৯ মার্কিন ডলার! আর স্পেন, যুক্তরাজ্যসহ নির্দিষ্ট কয়েকটি দেশে আপাতত বিক্রি হচ্ছে মেমোরি কার্ডটি।
মেমোরি কার্ডের স্পেসিফিকেশনে বলা হয়েছে, এটির রিড স্পিড প্রতি সেকেন্ডে ১৬০ মেগাবাইট এবং রাইট স্পিড সেকেন্ডে ৯০ মেগাবাইট।
বিশাল ধারণক্ষমতার এই মেমোরি কার্ডটি মূলত তাদের জন্য, যারা সেলফোনে বিপুল পরিমাণ গানের সংগ্রহ রাখতে চান অথবা ফোরকে মানের ভিডিও ধারণ করতে চান।