প্রবল লোকসানের কারণে বিশ্বের একাধিক দেশে স্মার্টফোন বিক্রি বন্ধের পথে সনি। এই তালিকায় ভারতও আছে। সংস্থার সিইও কেনিচিরো ইয়োশিদা শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন।
তীব্র প্রতিযোগিতার বাজারে অ্যাপল এবং স্যামসুংয়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে স্মার্টফোন ব্যবসায় ক্রমশ পিছিয়ে পড়ছে সনি। গত মার্চে শেষ হওয়া আর্থিক বছরে স্মার্টফোন ব্যবসায় ৮৭৯.৪৫ মিলিয়ন মার্কিন ডলার অপারেটিং লোকসানের মুখ দেখে এই জাপানি সংস্থাটি। যে কারণে এই ব্যবসা থেকে হাত গুটিয়ে নেওয়ার বিষয়ে কর্তৃপক্ষের উপরে ক্রমশ চাপ বাড়াচ্ছিলেন লগ্নিকারীরা।
লগ্নিকারীদের এই চাপের কাছে কিছুটা হলেও পিছু হটল সনি কর্তৃপক্ষ। তবে এখনই স্মার্টফোন ব্যবসা সম্পূর্ণ বন্ধ না করলেও জাপান, ইউরোপ, তাইওয়ান এবং হংকঙে উপরে মনোনিবেশ করতে চাইছে তারা। যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘ফোকাস রিজিয়ন’। যে কারণে ভারত-সহ আরও বেশ কিছু দেশ থেকে ব্যবসা গুটিয়ে নিতে চলেছে এই জাপানি সংস্থা।