সংস্কারের অংশ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শীর্ষ পদগুলোতে একে একে পরিবর্তন আনছে সরকার। সবশেষ বৃহস্পতিবার সরিয়ে নিয়ে সচিব সামসুল আরেফিনকে ওএসডি করা হয় জনপ্রশাসনে। এবার তার স্থালে নিয়োগ দেয়া হলো বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কশিশনের সদস্য ও অতিরিক্ত সচিব শীষ হায়দার চৌধুরীকে।
গত বছরের ১৩ মে ১১৭ কর্মকর্তার সঙ্গে তিনি অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন হয়েছিলেন। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে পদন্নতি দিয়ে সচিব হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নিয়োগের এই প্রজ্ঞাপন জারি করা হয়।
লিংকডইন-এর তথ্য অনুযায়ী কর্মজীবনে শীষ হায়দার ২০০৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত অতিরিক্ত মহা হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সূত্রমতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের আইএবিএ থেকে স্নাতকত্তর করেছেন।