চীনা কনজিউমার ইলেকট্রনিকস কোম্পানি রিয়েলমি বাজারে আনতে যাচ্ছে নিজেদের প্রথম হেডফোন ‘টেকলাইফ স্টুডিও এইচওয়ান’। আরামদায়ক, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও হাইব্রিড নয়েজ ক্যান্সেলেশন সুবিধার এ হেডফোন চলতি মাস থেকেই কিনতে পারবেন গ্রাহক।
টেকলাইফ স্টুডিও এইচওয়ানে থাকছে ৪০ মিলিমিটারের বড় আকারের পিইটি ডায়াফ্রাম। হেডফোনটি সনির ডেভেলপ করা হাই-রেজল্যুশন এলডিএসি সনদপ্রাপ্ত। পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে ৩৬০ ডিগ্রি স্পেশাল সাউন্ড ইফেক্ট। এসব মিলিয়ে সাউন্ড গ্যাজেটটি থেকে পাওয়া যাবে সমৃদ্ধ, বিস্তৃত ও উন্নত মানের অডিও অভিজ্ঞতা।
রিয়েলমি হেডফোনে ৪৩ ডেসিবেল পর্যন্ত হাইব্রিড নয়েজ ক্যান্সেলেশন ফিচার যুক্ত করেছে। এতে ব্যাকগ্রাউন্ডের শব্দ এড়িয়ে শুধু হেডফোনের অডিওতেই মনোযোগ ধরে রাখা যাবে। মসৃণ ম্যাট মেটাল ডিজাইনের হেডফোনটি নিজের সুবিধামতো দৈর্ঘ্য কমিয়ে-বাড়িয়ে ব্যবহার করা যাবে। এতে আরামদায়ক নরম মেমোরি ফোম থাকায় দীর্ঘ সময় কানে পরে থাকলেও অস্বস্তি বা ব্যথা অনুভব হবে না বলে দাবি রিয়েলমির। তাদের আরো দাবি, একবার ফুল চার্জে ৭০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ফলে চার্জিং নিয়ে দুশ্চিন্তা করতে হচ্ছে না।
পাওয়া যাবে মিডনাইট ম্যাজিক, আইভরি বিটস ও ক্রিমসন বিটসের মতো আকর্ষণীয় তিন রঙে। রিয়েলমির ওয়েবসাইটের তথ্যমতে, ১৫ অক্টোবর ভারতে এক ইভেন্টে টেকলাইফ স্টুডিও এইচওয়ান উন্মুক্ত করা হবে। আর ২১ অক্টোবর থেকে ভারতের ই-কমার্স সাইট ফ্লিপকার্টে পাওয়া যাবে।