চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রীত স্মার্টফোনের তালিকার শীর্ষস্থান দখল করেছে টেক জায়ান্ট অ্যাপলের আইফোন ১৫। তালিকার পরবর্তী দুটি স্থানও অ্যাপলের, যথাক্রমে আইফোন ১৫ প্রো ম্যাক্স ও আইফোন ১৫ প্রো। প্রথম তিনটি স্থানে স্যামসাংয়ের স্মার্টফোন না থাকলেও শীর্ষ ১০-এ প্রতিষ্ঠানটির উপস্থিতি বেশ ভালো। গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট টেকনোলজি মার্কেট রিসার্চের গ্লোবাল হ্যান্ডসেট মডেল সেলস ট্র্যাকার এসব তথ্য জানিয়েছে।
তৃতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রীত স্মার্টফোনের তালিকায় শীর্ষ ১০টি স্থানের মধ্যে স্যামসাংয়ের পাঁচটি, অ্যাপলের চারটি ও শাওমির একটি স্মার্টফোন জায়গা করে নিয়েছে। শীর্ষ ১০-এ স্থান পাওয়া স্মার্টফোনগুলোর সামগ্রিক বাজার হিস্যা ১৯ শতাংশ।
২০১৮ সালের পর এই প্রথম তৃতীয় প্রান্তিকে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ সিরিজ এসের একটি ফোন শীর্ষ ১০-এ জায়গা করল। তালিকায় ১০তম স্থান দখল করেছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৪।
বাজার বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে বাজারের শীর্ষস্থান ধরে রাখার ক্ষেত্রে অ্যাপল ও স্যামসাংয়ের যথাক্রমে অ্যাপল ইন্টেলিজেন্স ও গ্যালাক্সি এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কাউন্টারপয়েন্ট টেকনোলজি মার্কেট রিসার্চের গ্লোবাল হ্যান্ডসেট মডেল সেলস ট্র্যাকার যে তালিকা তৈরি করেছে সেখানে স্থান অনুযায়ী স্মার্টফোন মডেলগুলো যথাক্রমে আইফোন ১৫, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৫ প্রো, গ্যালাক্সি এ১৫ ফোরজি, গ্যালাক্সি এ১৫ ফাইভজি, গ্যালাক্সি এ৩৫ ফাইভজি, গ্যালাক্সি এ০৫, আইফোন ১৪, রেডমি থার্টিনসি ফোরজি, গ্যালাক্সি এস২৪।