চীনের প্রযুক্তি কোম্পানি শাওমি তাদের নিজস্ব চিপসেট তৈরির ওপর কাজ করছে। এ পদক্ষেপ কোম্পানিকে কোয়ালকম ও মিডিয়াটেকের ওপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করবে। এছাড়া চিপ তৈরি করে শাওমি নিজেদের হার্ডওয়্যারের ওপর আরো নিয়ন্ত্রণ রাখতে ও ডিভাইসের কর্মক্ষমতা উন্নত করতে চায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী বছর শাওমির নতুন চিপসেট উৎপাদন শুরু হতে পারে। কোম্পানিটি ২০২৫ সালে এ চিপ দ্বারা চালিত প্রথম স্মার্টফোন উন্মোচন করারও পরিকল্পনা করছে। এটি শাওমির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন প্রযুক্তিসংশ্লিষ্টরা। কারণ এসব চিপ তাদের প্রযুক্তি ব্যবস্থাকে আরো একীভূত করতে সাহায্য করবে।
শাওমির নিজস্ব চিপসেট তৈরির গুঞ্জন এটিই প্রথম নয়। কোম্পানিটি এর আগে ২০১৭ সালে তাদের প্রথম মোবাইল চিপসেট ‘শাওমি সার্জ এস১’ লঞ্চ করে। এ চিপসেট শাওমি এমআই ৫সি ফোনে ব্যবহার করা হয়েছিল, যা ওই বছরই লঞ্চ হয়। এটি ছিল একটি সাধারণ চিপসেট, যা বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন বাজারের জন্য তৈরি করা হয়েছিল। সেই সঙ্গে এ চিপসেট স্ন্যাপড্রাগন ৪৩০ ও ৬২৫-এর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য ডিজাইন করা হয়। তবে সার্জ এস১ সফল হয়নি, তাই সার্জ সিরিজের যাত্রা শুরুর কিছুদিন পরই এটি বন্ধ হয়ে যায়। গত কয়েক বছরে শাওমির চিপসেট ডিভিশন ফিরে আসার গুঞ্জন শোনা যায়। বিশেষ করে চীনা কোম্পানি হুয়াওয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর।
সূত্রের তথ্যানুযায়ী, শাওমি ২০২৫ সালে প্রায় ৩০ বিলিয়ন চাইনিজ ইউয়ান (প্রায় ৪১০ কোটি ডলার) গবেষণা ও উন্নয়নে খরচ করার পরিকল্পনা করেছে। এ অর্থের একটা বড় অংশ তাদের নতুন চিপ তৈরিতে ব্যবহার হতে পারে।