স্মার্টফোনের বৈশ্বিক বাজার পরিস্থিতি বেশ নাজুক। বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়া প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক খতিয়ান সে ইঙ্গিতই দিচ্ছে। এ অবস্থায় অনেক স্মার্টফোন নির্মাতা ব্যবসা গুটিয়ে নিয়েছে। তবে টানা কয়েক বছর ক্ষতির মুখে থাকলেও স্মার্টফোন ব্যবসা নিয়ে এখনো আশাবাদী সনির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেনিছিরো ইয়োশিদা। তিনি ব্র্যান্ড পোর্টফোলিওর জন্য স্মার্টফোন ব্যবসাকে অপরিহার্য বলে উল্লেখ করেছেন।
চলতি বছরের প্রথম প্রান্তিকে সনির স্মার্টফোন ব্যবসা বিভাগের পরিচালন লোকসান ৮৭ কোটি ছাড়িয়েছে। বৈশ্বিক বাজারে স্যামসাং এবং অ্যাপলের মতো প্রিমিয়াম ব্র্যান্ডগুলোর কারণে সুবিধা করতে পারছে না প্রতিষ্ঠানটি। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের চাপের মধ্যে রয়েছে সনি। কিন্তু তা সত্ত্বেও স্মার্টফোন ব্যবসাকে বিদায় জানাতে নারাজ প্রতিষ্ঠানের প্রধান।
সনির প্রধান কেনিছিরো ইয়োশিদা বলেন, ভোক্তা ইলেকট্রনিকস হার্ডওয়্যার ব্যবসা সনির বিনোদন বিভাগের মূল ভিত্তি। আমরা স্মার্টফোনকে বিনোদনের হার্ডওয়্যার হিসেবেই বিবেচনা করি। স্মার্টফোন দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় রেফ্রিজারেটর কিংবা ওয়াশিং মেশিনের মতো নয়। স্মার্টফোন এমন একটি প্রযুক্তি অনুষঙ্গ, যা আমাদের হার্ডওয়্যার ব্র্যান্ডকে টিকিয়ে রাখার জন্য খুবই জরুরি।
তিনি বলেন, তরুণ প্রজন্ম এখন টিভি দেখে না। বিশ্বের যেকোনো প্রান্তের তরুণদের কাছে বিনোদনের জন্য প্রথম পছন্দ স্মার্টফোন।
বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক পিছিয়ে সনি। সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী, মাত্র ৬৫ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। আর বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রতিষ্ঠানটির দখল দাঁড়িয়েছে ১ শতাংশেরও কম। স্মার্টফোন বাজারে ব্যবসা জোরদারে এবার লক্ষ্য বদলাতে যাচ্ছে সনি। স্মার্টফোনের জন্য এবার জাপান, ইউরোপ, হংকং ও তাইওয়ান— এ চার বাজারে বেশি নজর দেবে প্রতিষ্ঠানটি। অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্যের বাজারগুলোতে তেমন জোর দেয়া হবে না।
বৈশ্বিক স্মার্টফোন বাজারের নাজুক পরিস্থিতির কারণে স্যামসাং ও অ্যাপলের মতো প্রতিষ্ঠান এখন চাপে রয়েছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে বহুজাতিক প্রায় সব হ্যান্ডসেট নির্মাতার ডিভাইস সরবরাহ ও রাজস্ব কমেছে। গত প্রান্তিকে একমাত্র চীনা ব্র্যান্ড হুয়াওয়ের স্মার্টফোন ব্যবসা বিভাগের রাজস্বে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা গেছে। হুয়াওয়ে বাজার দখলে অ্যাপলকে হটিয়ে দ্বিতীয় শীর্ষ অবস্থানে জায়গা করে নিয়েছে। আগামী বছরের মধ্যে স্মার্টফোন বাজারের শীর্ষে থাকা স্যামসাংকে হটিয়ে নেতৃত্ব স্থানে জায়গা করে নিতে চায় হুয়াওয়ে।
ভবিষ্যতে সনির ডিভাইস ব্যবসা আদৌ লাভজনক পর্যায়ে পৌঁছবে কিনা, তা নিয়ে সংশয় রয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ব্র্যান্ড পোর্টফোলিওর অংশ হিসেবে অলাভজনক হলেও স্বল্প পরিসরে স্মার্টফোন ব্যবসা টিকিয়ে রাখতে চাইছে সনি।