অনলাইন জগতে লাখ লাখ ওয়েবসাইট। কিন্তু সকল ওয়েবসাইট ভিজিট করা নিরাপদ নাও হতে পারে। কেননা, হ্যাকাররা বেশ কিছু ওয়েবসাইটে ফাঁদ পেতে রাখে। কোন ওয়েবসাইটে বিপদ ওঁত পেতে রয়েছে? কোন ফাইল ডাউনলোড করলেই হ্যাক হয়ে যাবে ফোন? বলে দেবে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স। সেই মতো সতর্ক হয়ে যাবেন ইউজার। এমনই ফিচার নিয়ে আসতে চলেছে গুগল।
আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের উপর পুরো দমে কাজ করছে টেক জায়ান্ট। গুগলের বিভিন্ন অ্যাপ এবং পরিষেবাতেও এআই ফিচার রয়েছে। কিন্তু সেগুলো মূলত তথ্যের ভাণ্ডার হিসেবেই কাজ করে। এবার বিপজ্জনক ওয়েবসাইট এবং ম্যালওয়ার ফাইল নিয়ে ইউজারকে সতর্ক করতে নতুন এআই ফিচার নিয়ে কাজ করছে গুগল।
গুগলের এই ফিচার যে যুগান্তকারী হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। কারণ এটা রিয়েল টাইম সুরক্ষা দেবে। কোটি কোটি ইউজার প্রতারকদের হাত থেকে রক্ষা পাবেন। সবচেয়ে বড় কথা, ব্যক্তিগত তথ্য এবং সম্পদ সুরক্ষিত থাকবে। সম্প্রতি ওয়েডিং কার্ড স্ক্যাম এর সবচেয়ে বড় উদাহরণ। গুগল এই ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে সক্ষম।
আপাতত যা জানা গিয়েছে তা হল, যেকোনো অ্যাপ বা ওয়েবসাইট কতটা বিশ্বাসযোগ্য, তা এই ফিচারের মাধ্যমে জেনে যাবেন ইউজার। নিমেষের মধ্যে সাইটের বিশদ তথ্য হাতে চলে আসবে। সেগুলো দেখে সহজেই বিশ্লেষণ করা যাবে। পাশাপাশি এআই-ও জানিয়ে দেবে। Trust Pilot, Scam Advisor এবং Google-এর মতো প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ওয়েবসাইট সম্পর্কিত সমস্ত তথ্য ইউজারের হাতে আসবে।
ইতিমধ্যেই প্লে প্রটেক্ট ফিচার নিয়ে এসেছে গুগল। প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন ইউজার। কোনও অ্যাপ বিপজ্জনক কি না, তা সহজেই বোঝা যায়। অ্যানড্রয়েড ফোনে ডাউনলোডের আগে সতর্ক হয়ে যান ইউজার। এছাড়া অ্যাপ সাইডলোডিং নিয়েও পুরনো অবস্থান থেকে সরে এসেছে টেক জায়ান্ট সংস্থা, যা ওপেন সোর্স প্ল্যাটফর্ম ব্যবহারের বিশেষ বৈশিষ্টগুলোর মধ্যে অন্যতম।