নতুন সাব-ব্র্যান্ড নিয়ে কাজ করছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। সম্প্রতি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশনের (জিএসএমএ) ডাটাবেজ থেকে ‘জোভি’ ব্র্যান্ডযুক্ত ভিভোর তিনটি স্মার্টফোনের তথ্য পাওয়া যায়। এর থেকে বিশ্লেষকরা ধারণা করছেন, ফোনগুলো শিগগিরই উন্মুক্ত করা হবে।
‘জোভি’ নামটি ভিভো ব্যবহারকারীদের জন্য নতুন নয়। আগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সহকারীর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়েছে।
জিএসএমএ ডাটাবেজের তথ্য থেকে ধারণা করা যায়, জোভি পুরোপুরি স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, নতুন ব্র্যান্ডের অধীনে যে তিনটি স্মার্টফোন বাজারে আনা হবে, সেগুলো হলো জোভি ভি৫০, জোভি ভি৫০ লাইট ফাইভজি ও জোভি ওয়াই৩৯ ফাইভজি।
বাজার বিশ্লেষকরা বলছেন, এ পদক্ষেপের মাধ্যমে বিশ্ব বাজারে ভিভোর অবস্থান আরো শক্তিশালী হবে। শাওমির মতো ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতেও সহযোগিতা করবে।
তবে ভিভোর পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি, তাই এটি ঠিক কবে আসবে তা এখনো নিশ্চিত নয়।