জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্যানাসনিক হুয়াওয়ের সঙ্গে ব্যবসা বন্ধ করার ঘোষণা দিয়েও এখন উল্টো সুরে কথা বলছে। হুয়াওয়েও এক বিবৃতিতে প্যানাসনিককে ধন্যবাদ জানিয়েছে ।
প্রতিষ্ঠানটি জানিয়েছে পানাসনিক অঞ্চলের আইন ও বিধি অনুযায়ী আমরা পণ্য বিক্রি চালিয়ে যাব এবং হুয়াওয়েয়ের মতো আমাদের চীনা ক্লায়েন্টদের সেবা প্রদান চালিয়ে যাবে। চীন আমাদের সাহায্য করে আমরা চীনকেও আমাদের ব্যবসা বাড়ানোর জন্য সাহায্য করব।
এইদিকে শুধু প্যানাসনিক নয় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গলায় এখন ভিন্ন সুর। তিনি বলছেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তির অংশ হতে পারে হুয়াওয়ে।
জাপানের ইলেক্ট্রনিক্স কোম্পানি প্যানাসনিক বৃহস্পতিবার জানিয়েছিল, তারা চীনা কোম্পানি হুয়াওয়ের সাথে ব্যবসা স্থগিত করেছে।