বিশ্ববাজারে নোভা ১৩ স্মার্টফোন সিরিজ উন্মোচন করেছে চীনের টেক জায়ান্ট হুয়াওয়ে। ডিভাইসটি মোবাইল ফটোগ্রাফির অভিজ্ঞতা আরো উন্নত করবে বলে দাবি কোম্পানিটির। এ সিরিজে দুটি মডেল রয়েছে—নোভা ১৩ ও নোভা ১৩ প্রো। এ স্মার্টফোন সিরিজে শক্তিশালী হার্ডওয়্যার, উদ্ভাবনী সফটওয়্যার ও আকর্ষণীয় ডিজাইন পাবেন ব্যবহারকারীরা।
চীনের বাজারে অক্টোবরে লঞ্চ হয় নোভা ১৩ সিরিজ। নোভা ১৩ ও ১৩ প্রো মডেলের বৈশ্বিক সংস্করণ চীনা সংস্করণের মতোই উন্নত ফিচার ও প্রযুক্তি নিয়ে এসেছে।
হুয়াওয়ের তথ্যানুযায়ী, স্পষ্ট ও উজ্জ্বল সেলফি তোলার জন্য এ সিরিজে রয়েছে ৬০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অটোফোকাস (এএফ) ফ্রন্ট ক্যামেরা। নোভা ১৩ প্রো মডেলে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্লোজআপ পোর্ট্রেট ক্যামেরা, যা পাঁচ গুণ পর্যন্ত ডিজিটাল জুম সমর্থন করে। প্রযুক্তিবিদদের মতে, এটি ক্লোজআপ পোর্ট্রেট ও ম্যাক্রো ফটোগ্রাফির জন্য সেরা একটি ডিভাইস।
এছাড়া এ মডেলে আছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ (ওআইএস) ১২ মেগাপিক্সেল টেলিফটো পোর্ট্রেট ক্যামেরা। এতে উচ্চ মানের ব্যাকগ্রাউন্ড ব্লার ও ছবির মান নষ্ট না করেই জুম করার সুবিধা থাকছে। নোভা ১৩-এ রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে। এ প্রযুক্তি ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ মসৃণ ভিজ্যুয়ালের অভিজ্ঞতা দেবে।
নোভা ১৩ প্রোতে রয়েছে ৬ দশমিক ৭৬ ইঞ্চি এলটিপিও ওএলইডি ডিসপ্লে। এটি ভালো পারফরম্যান্স ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রিফ্রেশ রেট ১ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত সামঞ্জস্য করতে পারে। দুটি মডেলেই রয়েছে ৫০০০এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াটের সুপারচার্জ সাপোর্ট। ফোনগুলো তিনটি রঙে পাওয়া যাবে—লোডেন গ্রিন, হোয়াইট ও ব্ল্যাক।
উল্লেখ্য বিশ্বব্যাপী উন্মোচন হলেও সিরিজটি সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) লঞ্চ হবে ২০২৫ সালের জানুয়ারিতে। নোভা ১৩-এর দাম শুরু ৪৬২ ডলার (৫৫ হাজার টাকার বেশি) থেকে। ১৩ প্রোর বেজ মডেলের দাম প্রায় ৫৭৪ ডলার (প্রায় ৭০ হাজার টাকা) আর উচ্চতর মডেলের দাম প্রায় ৭৩১ ডলার।