চলতি বছর বেশকিছু নতুন ডিভাইস ও ফিচার নিয়ে এসেছে প্রযুক্তি কোম্পানিগুলো। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। তবে এক্ষেত্রে কেউ সফল হয়েছে, আবার কেউ বাধাগ্রস্ত। যদিও জেনারেটিভ এআইয়ের প্রাথমিক উত্তেজনা কিছুটা কমে এসেছে, তবে বছরজুড়ে এর প্রভাব শক্তিশালী ছিল। ২০২৪ সালে অনেক নতুন প্রযুক্তি কোম্পানি তাদের উদ্ভাবনী শক্তির জন্য আলোচনায় উঠে আসে। অন্যদিকে অনেক পুরনো প্রতিষ্ঠান পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হয়ে পিছিয়ে পড়েছে। এ বছর প্রযুক্তি দুনিয়ার বড় সমৃদ্ধি ও ব্যর্থতাগুলো তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
ব্লুস্কাইয়ের প্রবৃদ্ধি: সোশ্যাল মিডিয়া স্টার্টআপ ব্লুস্কাই চলতি বছর ফেব্রুয়ারিতে সবার জন্য উন্মুক্ত হয়। বছর শেষে অ্যাপটির ব্যবহারকারী এখন আড়াই কোটির বেশি। ২০২৪ সালে এক্সের সেবা শর্তাবলি ও গোপনীয়তার নীতিমালা আপডেট এবং তার আগে ব্লক ফিচার পরিবর্তনের কারণে বিকল্প অ্যাপ হিসেবে ব্লুস্কাইয়ের দিকে ঝুঁকতে শুরু করেন অনেকেই। তারকা, সাংবাদিক, রাজনীতিবিদ ও কর্মীদের মধ্যে প্লাটফর্মটির জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়াটির দ্রুত বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে।
এনভিডিয়ার অভূতপূর্ব সাফল্য: যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এনভিডিয়ার জন্য ২০২৪ সাল ছিল একটি ঐতিহাসিক বছর। কোম্পানিটি শুধু প্রযুক্তি জগতে নয়, বছরজুড়ে স্টক মার্কেটেও শীর্ষে ছিল। এনভিডিয়া গ্র্যাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) ডিজাইন করে, যা মূলত এআই প্রযুক্তি, বিশেষ করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) তৈরিতে অপরিহার্য হয়ে উঠেছে। মাইক্রোসফট, গুগল, অ্যামাজন, মেটার মতো বড় প্রতিষ্ঠান এবং ওপেনএআই ও এক্সএআইয়ের মতো স্টার্টআপগুলো এ শক্তিশালী জিপিইউর ওপর নির্ভরশীল। কোম্পানিটির শেয়ার মূল্য এ বছর ১৫০ শতাংশ বেড়েছে। বাজার মূল্য ৩ ট্রিলিয়ন (৩ লাখ কোটি) ডলার অতিক্রম করে অ্যাপল ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানের কাতারে পৌঁছেছে।
এআই টুল ও প্লাটফর্মের অগ্রগতি: চলতি বছর এআই টুল ও প্লাটফর্মে বড় অগ্রগতি দেখা যায়। তবে বছরটি সব প্রতিষ্ঠানের জন্য মসৃণ ছিল না। টেক জায়ান্ট অ্যাপল এআই ফিচারসেট ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালু করলেও এটি বেশকিছু চ্যালেঞ্জের মুখে পড়ে। ২০২৩ সালে এআই প্রযুক্তি শুধুই সম্ভাবনার কথা জানালেও ফিচারগুলো এ বছর আরো কার্যকর হয়ে ব্যবহারকারীদের জন্য উপযোগী প্রমাণিত হয়েছে।
এআই-ফার্স্ট ডিভাইসের ব্যর্থতা: হিউমেন এআই পিন ও র্যাবিট আরওয়ানের মতো সম্পূর্ণরূপে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ভিত্তি করে তৈরি ‘এআই-ফার্স্ট’ ডিভাইসগুলো এ বছর বড় ধরনের ব্যর্থতার মুখে পড়ে। এসব ডিভাইস মানুষের এআই ব্যবহারের পদ্ধতিতে পরিবর্তন আনার জন্য তৈরি হয়েছিল। কিন্তু স্মার্টফোন এরই মধ্যে এআই অভিজ্ঞতা দেয়ার কারণে বাস্তবে এগুলো খুব একটা ইতিবাচক সাড়া পায়নি।
ক্রাউডস্ট্রাইকের আউটেজ ও বিশ্বজুড়ে প্রভাব: ২০২৪ সালের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ছিল সাইবার নিরাপত্তা প্রযুক্তিবিষয়ক কোম্পানি ক্রাউডস্ট্রাইকের প্রযুক্তি বিভ্রাট। গত ১৯ জুলাই আইটি বিভ্রাটের এ ঘটনায় টেক জায়ান্ট মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত অনেক কম্পিউটার ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ইন্টারনেটনির্ভর ব্যবসা ও সেবা খাত বেশ ক্ষতির সম্মুখীন হয়। পর্যায়ক্রমে অসংখ্য ফ্লাইট বাতিল হতে থাকে। ওই সময় একাধিক আন্তর্জাতিক প্রতিবেদন জানায়, ক্রাউডস্ট্রাইকের হালনাগাদে একটি বাগের কারণে এ সমস্যা সৃষ্টি হয়। এ বিভ্রাট ইতিহাসে সবচেয়ে বড় আইটি ব্যর্থতা হিসাবে বিবেচিত।
ইন্টেলের সংগ্রাম ও অবনতির চিত্র: যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির চিপ নির্মাতা ইন্টেলের জন্য ২০২৪ সাল ছিল কঠিন সময়। কোম্পানিটি প্রযুক্তি শিল্পে নিজেদের অবস্থান পুনরুদ্ধারে বছরজুড়ে লড়াই করে গেছে, যা এখনো চলমান। সিইওকে হঠাৎ বরখাস্ত করা, হাজারো কর্মী ছাঁটাই ও এআই পিসি বাজারে তেমন কোনো প্রভাব ফেলতে না পারা চিপ শিল্পে একসময়ের শীর্ষ এ কোম্পানির জন্য ধাক্কাস্বরূপ ছিল।