হুয়াওয়ের সাথে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিল টিএসএমসি । হুয়াওয়ে এর হাইসিলিকন সাবসিডিয়ারিটি চিপসেট এবং মোডেম তৈরি করত টিএসএমসি । টিএসএমসি’র এক মুখপাত্র জানান, আমারা হুয়াওয়ের সাথে কাজ চলিয়ে যাব অনেক কোম্পানিগুলি হুয়াওয়েয়ের সাথে কাজ চালিয়ে যাচ্ছে, যদিও অনেকেই তাদের সাথে কাজ করা বন্ধ করে দিচ্ছে।
চলতি বছরের জানুয়ারীতে হুয়াওয়েই বিশ্বের প্রথম ৫জি কোর চিপ টিয়ানগান উন্মোচন করেছে, যা হুয়াওয়ে ৫জি বেস স্টেশনগুলিতে ব্যবহার করা হয়।
এর আগে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্যানাসনিক হুয়াওয়ের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়ার ঘোষনা দেই । প্রতিষ্ঠানটি জানিয়েছে পানাসনিক অঞ্চলের আইন ও বিধি অনুযায়ী আমরা পণ্য বিক্রি চালিয়ে যাব এবং হুয়াওয়েয়ের মতো আমাদের চীনা ক্লায়েন্টদের সেবা প্রদান চালিয়ে যাবে। চীন আমাদের সাহায্য করে আমরা চীনকেও আমাদের ব্যবসা বাড়ানোর জন্য সাহায্য করব।