দেশের টেক জায়ান্ট ওয়ালটন এবার বাজারে এনেছে নতুন মডেলের ওয়াই-ফাই রাউটার ‘তরঙ্গ’। ডব্লিউআরসিক্স১আই মডেলের এই রাউটারটির প্রধান আকর্ষণ ডুয়েল ব্যান্ড প্রযুক্তি। দ্রুতগতির ৫ গিগাহার্জ ব্যান্ডে রাউটারটি অ্যাডভান্সড পারফর্মিং টেকনোলজিযুক্ত মাল্টিমিডিয়াসমৃদ্ধ নানা অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি।
১ জানুয়ারি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে নতুন মডেলের এই রাউটারটির উদ্বোধন করেন বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিটিআরসি’র কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদ এবং মাহমুদ হোসেন, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক, ওয়ালটনের চেয়ারম্যান এসএম রেজাউল আলম, ম্যানেজিং ডিরেক্টর এসএম মঞ্জুরুল আলম অভি, এএমডি লিয়াকত আলী ও চীফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ।
এ সময় মো. এমদাদ উল বারী বলেন, ‘ওয়ালটন প্রযুক্তিপণ্যে বাংলাদেশকে যেভাবে নেতৃত্ব দিচ্ছে তাতে আমরা প্রতিষ্ঠানটিকে নিয়ে খুব আশাবাদী। আজ তাদের হেডকোয়ার্টার্সে এসে যে কর্মযজ্ঞ দেখলাম, তা গর্ব করে বলার মতো। তাদের পণ্যের মাধ্যমে দেশকে বহির্বিশ্বে দারুণভাবে ব্র্যান্ডিং করে চলেছে। ওয়ালটন বাংলাদেশকে গর্বিত করেছে।’
ওয়ালটন জানিয়েছে, তাদের এই নতুন রাউটারটিতে রয়েছে ৪টি ৫ডিবিআই এন্টেনা। যা সিগন্যালের স্ট্রেন্থ বাড়িয়ে ব্যবহারকারীকে দেবে আরও উন্নত ওয়ারলেস ইন্টারনেট ট্রান্সমিশন। এছাড়াও রয়েছে ওমনি-ডিরেকশনাল প্রযুক্তি, যা শক্তিশালী নেটওয়ার্ক কভারেজ দিতে সক্ষম। এতে মাল্টি ইউজার মাল্টি ইনপুট মাল্টি আউটপুটের পাশাপাশি ওএফডিএমএ প্রযুক্তি থাকায় একাধিক ডিভাইস রাউটারটিতে সহজেই সংযুক্ত হয়ে উন্নতমানের ও দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করা যাবে। দাম ৪ হাজার ৫৫০ টাকা।