বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উচ্চ চাহিদার কল্যাণে আয়ের রেকর্ড গড়ল তাইওয়ানের চুক্তিভিত্তিক ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা ফক্সকন। রোববার (৫ জানুয়ারি) প্রকাশিত আয় সম্পর্কিত তথ্যে দেখা গেছে, গত বছরের চতুর্থ প্রান্তিকে (কোয়ার্টারে) বাজার বিশ্লেষকদের পূর্বাভাসকেও হার মানিয়েছে ফক্সকনের আয়।
গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে- অর্থাৎ চতুর্থ কোয়ার্টারে- ফক্সকনের আয় এর আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তিন মাসে তাঁদের আয় হয়েছে ৬৪ দশমিক ৭২ বিলিয়ন ডলার। চতুর্থ কোয়ার্টারে এটাই ফক্সকনের সর্বোচ্চ আয়ের রেকর্ড।
আর এই রেকর্ড গড়ার পথে ফক্সকন ছাড়িয়ে গেছে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) স্মার্টএস্টিমেটক পূর্বাভাসকেও। উল্লেখ্য, নির্ভরযোগ্য বাজার বিশ্লেষকদের পূর্বানুমানের ভিত্তিতে তৈরি করা হয় স্মার্টএস্টিমেট।
বিশ্বব্যাপী এআই সার্ভারের উচ্চ চাহিদার কল্যাণে ক্লাউড ও নেটওয়ার্কিং পণ্যের বিভাগে ফক্সকনের সফলতা ছিল রীতিমতো ঈর্ষণীয়। অবশ্য স্মার্ট কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্যে তাঁদের আয়ের প্রবৃদ্ধি মোটামুটি এর আগের বছরের মতোই ছিল। সার্বিকভাবে তাঁদের মোট আয় শুধুমাত্র ডিসেম্বরেই বৃদ্ধি পেয়েছে ৪২ দশমিক ৩ শতাংশ।
ফক্সকনের গ্রাহক তালিকায় আছে আইফোন নির্মাতা অ্যাপল ও এআই চিপ নির্মাতা এনভিডিয়াও। শুধু তাই নয়, তাঁরাই বর্তমানে সবচেয়ে বেশি আইফোন অ্যাসেম্বল করে থাকে। উল্লেখ্য, বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ চুক্তিভিত্তিক ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা হচ্ছে ফক্সকন।
রবিবার প্রকাশিত আয়ের তথ্য সম্পর্কিত এক বিবৃতিতে ফক্সকন চলতি বছরের প্রথম কোয়ার্টার নিয়ে খুব বেশি উচ্চাশা প্রকাশ করেনি। স্বাভাবিকভাবেই এ সময় বাজারে অফ-সিজন চলে। ফলে আয় অন্যান্য কোয়ার্টারের তুলনায় বেশ খানিকটা কমে যায়। যদিও গত বছরের তুলনায় এ বছর প্রথম কোয়ার্টারে আয় উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাবে বলে আশাবাদী ফক্সকন। তবে পূর্বাভাসের ক্ষেত্রে তাঁরা সাধারণত কোনো সংখ্যার উল্লেখ করে না।
শেয়ার বাজারে গত বছর ফক্সকনের বাজারমূল্য বৃদ্ধি পেয়েছে ৭৬ শতাংশ, যেখানে সার্বিকভাবে তাইওয়ানের শেয়ার বাজার বৃদ্ধি পেয়েছে ২৮ দশমিক ৫ শতাংশ। আর এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এআই প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা। উল্লেখ্য, চতুর্থ কোয়ার্টারে ফক্সকনের পূর্ণাঙ্গ আয়ের বিবরণী প্রকাশিত হবে আগামী ১৪ মার্চ।