এক দিনে ২ হাজার কোটি টাকা লেনদেনের মাইলফলক পেরিয়েছে এমএফএস প্রতিষ্ঠান নগদ। গত বৃহস্পতিবার প্রথমবারের মতো ২ হাজার কোটি টাকার লেনদেন ছাড়ায় বলে গতকাল নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ওই দিন নগদের মাধ্যমে লেনদেন হয় ২ হাজার ৭০ কোটি টাকার বেশি। এর মধ্যে অধিকাংশ লেনদেন হয়েছে ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, সরকারি ভাতা বিতরণ, মোবাইল রিচার্জ এবং পেমেন্ট খাতে।
এ বিষয়ে নগদে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন প্রতিষ্ঠান হিসেবে বর্তমানে নগদ আরও উন্নত সেবার মাধ্যমে গ্রাহকের অর্থের অধিকতর নিশ্চয়তা দিয়ে এগিয়ে যাচ্ছে। যার ফলে নতুন নতুন গ্রাহক নগদের সঙ্গে যুক্ত হচ্ছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ছয় বছর আগে যাত্রা করা নগদের এখন নিবন্ধিত গ্রাহক সাড়ে ৯ কোটির বেশি। নগদই দেশের প্রথম মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান, যারা ইলেকট্রনিক গ্রাহক নিবন্ধন পদ্ধতি চালু করে। অ্যাকাউন্ট খোলার সহজ এবং আধুনিক পদ্ধতি এবং উন্নত গ্রাহকসেবার কারণে তাদের গ্রাহকের সংখ্যা বাড়ছে।
সারাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা নগদের আড়াই লাখ উদ্যোক্তা পয়েন্ট প্রতিদিন কোটি গ্রাহককে সেবা দিয়ে যাচ্ছে।