আইওএস ১৮.৩-এর বেটা ভার্সনে অ্যাপল একটি নতুন অ্যাপ যুক্ত করেছে। অ্যাপল ইনভাইটস নামের অ্যাপটি ব্যবহার করে খুব সহজেই বিভিন্ন ইভেন্ট আয়োজন করা যাবে বলে দাবি কোম্পানিটির।
অ্যাপল ইনভাইটস অ্যাপ প্রথম দেখা গিয়েছিল আইওএস ১৮.২ বেটা আপডেটে। তখন এর কাজ সম্পর্কে তেমন কোনো তথ্য দেয়া হয়নি। তবে এখন আইওএস ১৮.৩ আপডেটে এটি আরো স্পষ্ট হয়েছে। এ অ্যাপ ব্যবহারকারীদের মিটিং ও ইভেন্ট পরিচালনা আরো সহজ করবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা অতিথিদের আমন্ত্রণ জানাতে ও তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন।
অ্যাপল ইনভাইটসের মূল বৈশিষ্ট্য হলো এ অ্যাপের মাধ্যমে ইভেন্ট তৈরি, স্থান ও সময় নির্ধারণ এবং সহজেই আমন্ত্রণ পাঠানো সম্ভব হবে। আমন্ত্রিত অতিথিরা অ্যাপের মাধ্যমেই উপস্থিতির বিষয়টি নিশ্চিত করতে পারবেন। এর মাধ্যমে আয়োজকরাও সহজেই জানতে পারবে কারা আসবে। এছাড়া অ্যাপটি অন্যান্য অ্যাপল পরিষেবার সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। যেমন ক্যালেন্ডার ও কন্টাক্টস।
অ্যাপলের আইওএস ১৮.৩ আপডেট শিগগিরই বাজারে আসছে বলে জানা গেছে। এ আপডেটে অ্যাপল ইনভাইটসসহ বেশকিছু নতুন ফিচার যুক্ত হবে। তবে এটি এখনো নিশ্চিত নয় যে ইনভাইটস অ্যাপটি একটি একক অ্যাপ্লিকেশন হিসেবে আসবে, নাকি অন্যান্য অ্যাপের মধ্যে একটি ছোট অ্যাপ হিসেবে প্রদর্শিত হবে, যেমন মেসেজেস অ্যাপে।