ডিজিটাল সহকারী হিসেবে চ্যাটজিপিটিকে আরো কার্যকরী করতে নতুন ফিচার চালু করছে ওপেনএআই। ‘টাস্কস টুল’ নামের সুবিধাটি চ্যাটজিপিটির উত্তরের সঙ্গে শিডিউল যুক্ত করারও সুযোগ দেবে। নতুন এ ফিচার বর্তমানে পরীক্ষামূলকভাবে চ্যাটজিপিটি প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।
টাস্কস টুলের মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট কাজের জন্য রিমাইন্ডার, অ্যালার্ট ও নোটিফিকেশন সেট করতে পারবেন। উদাহরণস্বরূপ লাইব্রেরিতে বই ফেরত দেয়ার সময় নির্ধারণ, সহকর্মীদের জন্মদিন মনে রাখা বা আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাবে এর মাধ্যমে।
এক্ষেত্রে চ্যাটজিপিটি শুধু তালিকা তৈরি করতেই নয়, কথোপকথনের ভিত্তিতেও প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেবে। যেমন—কেউ ভ্রমণবিষয়ক পরামর্শ চাইলে এটি তাকে পাসপোর্ট নিতে, পোষা প্রাণীর দেখাশোনার ব্যবস্থা করতে এবং বুক করা এয়ারবিএনবির সমুদ্রের ভিউ আছে কিনা তা চেক করতে মনে করিয়ে দেবে।
ফিচারটি চ্যাটজিপিটির ওয়েব ইন্টারফেসের একটি নির্দিষ্ট টাস্কস বিভাগ থেকে পরিচালিত হবে। এখানে সর্বোচ্চ ১০টি সক্রিয় টাস্ক সেট করা যাবে।