সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের কাছে ব্যবহারকারীর তথ্য চাওয়ার ক্ষেত্রে ভারত দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, ২০১৮ সালের দ্বিতীয়ার্ধে ভারত সরকার মোট ২০ হাজার ৮০৫ জন ব্যবহারকারীর তথ্য চেয়েছে। এর মধ্যে জরুরি ভিত্তিতে ৮৬১ জন ফেসবুক ব্যবহারকারীর তথ্য চাওয়া হয়। দেশটির চাহিদার বিপরীতে ৫৩ শতাংশের তথ্য সরবরাহ করা হয়েছে বলে জানানো হয়।
গত বছরের দ্বিতীয়ার্ধে স্থানীয় আইনের ওপর ভিত্তি করে বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের কনটেন্ট নিষিদ্ধের সংখ্যা ১৩৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৫ হাজার ৩৩৭ থেকে ৩৫ হাজার ৯৭২টিতে দাঁড়িয়েছে। তবে ভারতে পেপসিকো পণ্যসংশ্লিষ্ট দিল্লি হাইকোর্টের এক আদেশের ফলে প্রাথমিকভাবে ১৬ হাজার ৬০০ কনটেন্ট নিষিদ্ধ করা হয়।
বিভিন্ন দেশের সরকারের তথ্য চাওয়ার এ তালিকায় সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত বছর দ্বিতীয়ার্ধে দেশটির পক্ষ থেকে মোট ৪১ হাজার ৩৩৬ ব্যবহারকারীর তথ্য চাওয়া হয়। তবে ফেসবুক জানিয়েছে, তারা এর বিপরীতে ৮৮ শতাংশের তথ্য সরবরাহ করেছে। যুক্তরাষ্ট্র ও ভারতের পরই এ তালিকায় রয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স।
ফেসবুকের ডেপুটি জেনারেল কাউন্সেল ও ভাইস প্রেসিডেন্ট ক্রিস সন্দরবাই বলেন, গত বছরের দ্বিতীয়ার্ধে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে ফেসুবক ব্যবহারকারীর তথ্য চাওয়ার হার আগের চেয়ে প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।