অ্যান্ড্রয়েড ১৬-এর কুইক সেটিংস প্যানেলে বড় পরিবর্তন আনছে টেক জায়ান্ট গুগল। পিক্সেল স্মার্টফোনের জন্য সম্প্রতি এর প্রথম পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করেছে কোম্পানিটি।
নতুন অ্যান্ড্রয়েডে পুরনো একটি জনপ্রিয় ফিচার আবারো নিয়ে এসেছে গুগল, এটি সাম্প্রতিক সংস্করণগুলোয় তুলে নেয়া হয়।
সেটিংস মেনুতে না গিয়েই এখন ওয়াই-ফাই ও ব্লুটুথ টগল ট্যাপ করলে সরাসরি নেটওয়ার্ক ও সংযুক্ত ডিভাইস দেখা যাবে।
এছাড়া এবারের আপডেটে এক পেজে ১৬টি শর্টকাট যোগ করা যাবে। এটি আরো সহজ, সুন্দর ও ইউজার ফ্রেন্ডলি হবে বলে দাবি গুগলের।