ক জায়ান্ট গুগলের প্লাটফর্মস ও ডিভাইস টিমের কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগ করার সুযোগ দেয়া হয়েছে, যেন আনুষ্ঠানিক ছাঁটাই শুরুর আগেই তারা কোম্পানি ছাড়তে পারেন।
গুগল বলছে, টিমের যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীদের চাকরি কাটছাঁট শুরুর আগে স্বেচ্ছায় ছেড়ে দেয়ার বিকল্প দেয়া হয়েছে। এ টিম গত বছর গুগলের অ্যান্ড্রয়েড ও হার্ডওয়্যার টিমকে একত্রিত করে গঠন হয়েছিল এবং এখানে কর্মী রয়েছেন ২৫ হাজার।
বিভাগটি অ্যান্ড্রয়েড, ক্রোম, ক্রোমওএস, পিক্সেল ও ফিটবিটের মতো গুগল পরিষেবা পরিচালনা করে।