দুনিয়ার আলোচিত স্বচ্ছ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান নাথিং। এই ব্র্যান্ডের নতুন ফোনের মডেল নাথিং ৩। এই সিরিজে ৩এ এবং ৩এ প্রো-এই দুইটি ফোন বাজারে আসছে মার্চের শুরুতে।
বহুদিন ধরেই এই স্মার্টফোনগুলোর ফিচার সম্পর্কিত বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয়, নাথিংয়ের নতুন মডেলটি আইফোন ১৫ সিরিজের মতোই একটি বিশেষ ডিজাইন ফিচার নিয়ে আসতে চলেছে, যা গ্রাহকদের জন্য নতুন অভিজ্ঞতা দেবে।
নাথিং কোম্পানির এক্স অ্যাকাউন্টে শেয়ার করা পোস্টারে ফোনটির ডিজাইন প্রকাশ করা হয়েছে। পোস্টারে দেখা গেছে, ফোনটিতে একটি ডেডিকেটেড ক্যামেরা বাটন বা অ্যাকশন বাটন দেওয়া হবে। আইফোন ১৬ সিরিজের মতোই, এই নতুন নাথিং ফোনেও ক্যামেরা কন্ট্রোলের জন্য একটি আলাদা বাটন থাকবে।
এই নতুন ক্যামেরা বাটন সম্পর্কে কিছু নির্দিষ্ট তথ্য প্রকাশ না করলেও, নাথিং কোম্পানি পোস্টারে লিখেছে – ‘Your second memory, one click away’। অর্থাৎ মাত্র এক ক্লিকেই ক্যামেরা চালু করে ছবি তোলা সম্ভব হবে। এটি শুধুমাত্র ডেডিকেটেড ক্যামেরা বাটন হিসেবেই নয়, অ্যাকশন বাটন হিসেবেও ব্যবহার করা যেতে পারে। ফোনটির পাওয়ার বাটনের তুলনায় এই নতুন বাটন কিছুটা চওড়া এবং আকারে ছোট হবে বলে মনে করা হচ্ছে।
লিক হওয়া তথ্য অনুযায়ী, নাথিং ফোন ৩এ মডেলে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এ জেনারেশন ৩ প্রসেসর, যা ফোনের পারফরম্যান্সকে আরও শক্তিশালী করবে। এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে, যেখানে টেলিফটো সেন্সর থাকবে। ক্যামেরা বিভাগেও নাথিং নতুন আপগ্রেড আনতে চলেছে।
ফোনটিতে থাকবে ৬.৬-ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্জ। দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করতে এতে ৪,৫০০এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। নাথিংয়ের আগের ফোনগুলোর মতোই, এই নতুন ডিভাইসও ট্রান্সপারেন্ট ডিজাইন অফার করবে বলে আশা করা হচ্ছে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে নাথিং ফোন ৩এ এবং ৩এ প্রো মডেলের বিস্তারিত তথ্য প্রকাশিত হতে পারে। নতুন ক্যামেরা বাটন ও শক্তিশালী স্পেসিফিকেশনের