ভাষা হোক উন্মুক্ত’এই স্লোগান নিয়ে অভ্র কিবোর্ড এর যাত্রা শুরু হয় । এর নির্মাতা ডাঃ মেহদী হাসান। ভাবছেন খুব বয়স্ক মানুষ হবেন মোটেই তা নয়। উনার জন্ম ১৯৮৯ সালে। বয়স মাত্র ২৮ বছর। পেশায় ডাক্তার।মেহদী হাসান খান ১৯৮৯ সালের ২৩ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন।
তিনি ২০০৩ সালে ইউনিকোড ও এএনএসআই সমর্থিত বাংলা লেখার বিনামূল্যের ও মুক্ত সফটওয়্যার অভ্র কী-বোর্ড তৈরি করেন।
মজার বিষয় হচ্ছে গুগোল উইকিপিডিয়া সব জায়গায় ঘেটেও তার কোন ছবি খুঁজে পাওয়া যায়নি। অনেক ঘাটাঘাটি করে অবশেষে ওনার একটা ছবি পেয়েছি সেই ছবিটাই দিলাম। কতটাই প্রচার বিমুখ ব্যক্তি, তিনি চাইলেই কিন্তু অভ্রর সাথে নিজের ছবি জুড়ে দিতে পারতেন, লিখতে পারতেন ভাষা হোক উন্মুক্ত, ডাঃ মেহদী হাসান। চাইলেই এই সফটওয়্যার বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারতেন। কোনটাই করেননি তিনি। ১৯৫২ সালে ভাষ শহীদরা যেমন তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার দিয়েছে, তেমনি এই মানুষটা আমাদেরকে কম্পিউটার, মোবাইল ফোনে বাংলা লেখার অধিকার দিয়েছেন। আজ আমার গ্রামের বধির ছেলেটাও বাংলা লিখতে পারে। যার সাথে ইশারায় কথা বলতে হয় সেও আজ বাংলায় ফেসবুকে বাংলায় স্টাটাস দেয়। এ সবই মেহদী হাসান খানের অবদান।
তার দুজন সহকারী আছে এই নির্মানের পিছেনে তাদের নাম রিফাত নবী এবং তানবীর ইসলাম সিয়াম এদের সম্পর্কেও খুব একটা তথ্য পাওয়া যায় না গুগোল থেকে।
ডাঃ মেহদী মত গুনি মানুষের আমাদের এই দেশে বড় প্রয়োজন।