আইফোন পৃথিবীর সবচেয়ে দামি ও অন্যতম জনপ্রিয় ফোনগুলোর একটি। অনেকেরই স্বপ্ন থাকে একটি আইফোন ব্যবহার করার। অনেকেই আবার এটিকে সামাজিক অবস্থান বা স্ট্যাটাসের প্রতীক মনে করেন।
এবার ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর দিল আইফোন। পরবর্তী প্রজন্মের আইফোন ১৭ বাজারে আসছে শিগগিরই। এরই মধ্যে এই ফোনটিকে নিয়ে আইফোনপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ফোনটিতে কী কী ফিচার থাকবে, দাম কত হবে, এই সব নিয়ে কৌতূহল ক্রমশ বাড়ছে।
শোনা যাচ্ছে, আইফোন ১৭ সিরিজে আইফোন ১৭. আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ এবং এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেল থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী, আগের সিরিজের তুলনায় নতুন সিরিজে বেশ কিছু বড় আপগ্রেড পাবেন গ্রাহকরা।
বিশেষ করে ক্যামেরা সেটআপে। টেক বিশেষজ্ঞরা মনে করছেন, আইফোন ১৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তন করতে পারে অ্যাপল। শুধু ব্যাক ক্যামেরা সেন্সরেই নয়, ফ্রন্ট সেলফি ক্যামেরাতেও নতুন প্রযুক্তির ছোঁয়া থাকতে পারে।
প্রতি বছর সেপ্টেম্বর মাসে আইফোনের নতুন সিরিজ লঞ্চ করে অ্যাপল। সেই অনুযায়ী, এ বছরের সেপ্টেম্বরে আইফোন ১৭ সিরিজ বাজারে আসার সম্ভাবনা রয়েছে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। অনুমান করা হচ্ছে, ১৩ বা ১৫ সেপ্টেম্বর বিশ্ব জুড়েআইফোন ১৭ সিরিজের গ্লোবাল লঞ্চ ইভেন্টের আয়োজন করবে অ্যাপল।
আগে যেমন হয়েছে, এবারও যদি তাই হয়, তাহলে লঞ্চ ইভেন্টের এক সপ্তাহের মধ্যে প্রি-অর্ডার শুরু হয়ে যাবে। অর্থাৎ সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে আইফোন ১৭ প্রো ম্যাক্স সিরিজের বুকিং শুরু হতে পারে।
ডিজাইনে চমক থাকবে বলেই মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, আইফোন ১৭ এয়ার হতে চলেছে সবচেয়ে পাতলা আইফোন। এই সিরিজের সব মডেলেই প্রিমিয়াম গ্লাস ও অ্যালুমিনিয়াম বডি। লুক বদলে যাবে অনেকটা। ওজনও আগের চেয়ে হালকা হবে।