আমেরিকার অডিও ইক্যুইপমেন্ট নির্মাতা সোনোস এবার ভিডিও স্ট্রিমিং বক্স নিয়ে আসছে বলে জানা গেছে। সংবাদমাধ্যম দ্য ভার্জে প্রকাশিত ক্রিস ওয়েলচের প্রতিবেদন বলছে, আগামী কয়েক মাসের মধ্যেই সোনোস ২০০ থেকে ৪০০ ডলারের মধ্যে একটি স্ট্রিমিং বক্স নিয়ে আসার পরিকল্পনা করছে। পাইনউড কোডনেমের এই স্ট্রিমিং ডিভাইসটি হবে অ্যান্ড্রয়েড-ভিত্তিক।
সোনোসের এই স্ট্রিমিং বক্সটির ছবি দেখেছেন দাবি করে দ্য ভার্জের প্রতিবেদক ওয়েলচ এই স্ট্রিমিং ডিভাইসটির বর্ণনা দিচ্ছেন এভাবে, ‘এটি একটি চ্যাপ্টা কালো বর্গাকার ডিভাইস, যেটি ট্রেডিং কার্ডের চেয়ে একটি বেশি পুরু।’
২০২৪ সালটা একেবারেই ভালো যায়নি জনপ্রিয় অডিও হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সোনোসের। পায়ের নিচে মাটি খুঁজতে নিজেদের ত্রুটিপূর্ণ মোবাইল অ্যাপটিকে নতুনরুপে ফিরিয়ে আনার পাশাপাশি সোনোস এবার নতুন ভিডিও স্ট্রিমিং প্রোডাক্ট নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে।
সোনোসের পাইনউড স্ট্রিমারটি বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের কনটেন্ট অফার করবে। ফলে নেটফ্লিক্স, ম্যাক্স ও ডিজনি+ (ডিজনি প্লাস)-এর মতো বিভিন্ন প্ল্যাটফর্মের কনটেন্ট একই স্ট্রিমারে উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি ইউনিভার্সাল সার্চ ব্যবহার করে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পছন্দের কনটেন্ট খুঁজে নেওয়ার সুযোগ থাকবে। ডিভাইসটি’তে একটি ফিজিক্যাল রিমোট কন্ট্রোল ইউনিট থাকবে যেখানে ভয়েজ কন্ট্রোলের সুবিধাও সমন্বিত থাকবে।
বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের কনটেন্ট একটি নির্দিষ্ট ইউজার ইন্টারফেস থেকে অ্যাক্সেস করার বিষয়টি জটিল। তবে সোনোসের এই স্ট্রিমিং বক্সটি দিয়ে যদি এটা ভালোভাবে করা যায় তাহলে নিঃসন্দেহে এটি গ্রাহকদের আকৃষ্ট করবে।
পাইনউডের স্ট্রিমিং ডিভাইসে আরও বেশ কিছু ফিচার থাকবে। এইচডিএমআই পোর্টের মাধ্যমে গেমিং কনসোল ও ৪কে (ফোরকে) ব্লু-রে প্লেয়ারও যুক্ত করার সুযোগ থাকবে এতে। পাশাপাশি স্ট্রিমারটি টিভি অডিওকে কোনো প্রকার ল্যাগ ছাড়াই সাউন্ডবার ও স্পিকারে প্রেরণ করতে পারবে। এছাড়া সোনোসের স্পিকার ব্যবহার করে গ্রাহকরা স্ট্রিমারের সাউন্ডও নিজেদের প্রয়োজন অনুযায়ী সেট করে নিতে পারবেন।
সাম্প্রতিক সময়ে সোনোসের নতুন অ্যাপ্লিকেশনটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কেননা সোনোসের বিভিন্ন প্রোডাক্টের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এর মোবাইল অ্যাপের জন্য। পাইনউড স্ট্রিমারটি ব্যবহারকারীর হোম অডিও ও ভিডিও ইকোসিস্টেমের মূল ও কেন্দ্রীয় উপাদান হতে চলেছে। আর তাই সোনোসকে নিশ্চিত করতে হবে যে, মোবাইল অ্যাপসহ সিস্টেমের প্রতিটি অংশ ঠিকভাবে কাজ করছে।