প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় উপাদানের মধ্যে মোবাইল ফোন গুরুত্বপূর্ণ একটি উপাদান। দৈনন্দিন জীবনের সাথে যা ওতপ্রোতভাবে জড়িত। তাই নিত্যনতুন ফোন নিয়ে কারও আগ্রহের কমতি নেই। সেই হিসেবে কোম্পানিগুলো নতুন বছরে কোন ফোন বাজারে নিয়ে আসবে তা নিয়েই চলতে থাকে জল্পনা কল্পনা। নতুন বছরে কোন কোন ফোনগুলো নজর কাড়া ফিচার নিয়ে আসতে চলেছে তারই অল্প একটু ধারণা দিব আজকের ফিচারে। যদিও সবগুলো তথ্যের সত্যতা শতভাগ তার নিশ্চয়তা দিতে পারছিনা। তাই লোকমুখে শোনা রিউমার থেকেই অনুমান করে একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছি।
স্যামসাং গ্যালাক্সি এস ২৫ আল্ট্রা: স্যামসাং সাধারণত তাদের S সিরিজের ফোনগুলোতে অত্যাধুনিক সব ফিচার যুক্ত করে থাকে। স্যামসাং গ্যালাক্সি এস ২৫ আল্ট্রা তে উন্নত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর এবং সুন্দর ডিজাইন থাকার সম্ভাবনা রয়েছে।
আইফোন ১৭ প্রো: Apple তাদের নতুন আইফোন এ নতুন কিছু চমক নিয়ে আসতে পারে। উন্নত ক্যামেরা, দ্রুতগতির প্রসেসর এবং আকর্ষণীয় ডিজাইন এই ফোনের প্রধান আকর্ষণ হতে পারে।
গুগল পিক্সেল ১০ : গুগল এর পিক্সেল ফোনগুলো তাদের ক্যামেরার জন্য বিখ্যাত। পিক্সেল ১০ এ আরও উন্নত ক্যামেরা এবং সম্ভবত নতুন কিছু এআই ফিচার দেখা যেতে পারে।
ওয়ানপ্লাস ১৩: ওয়ানপ্লাস তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে শক্তিশালী পারফরম্যান্স এবং দ্রুত চার্জিং এর উপর জোর দেয়। ওয়ানপ্লাস ১৩ ও এর ব্যতিক্রম হবে না বলেই আশা করা যায়।
শাওমি ১৫ প্রো: শাওমি তাদের ফোনগুলোতে প্রায়ই নতুন প্রযুক্তি নিয়ে আসে। শাওমি ১৫ প্রো তে দ্রুতগতির প্রসেসর এবং আকর্ষণীয় ডিজাইন থাকতে পারে।
পরিশেষে বলা যায়, উপরে আলোচিত ফোনগুলো ২০২৫ এ মোবাইল প্রেমীদের জন্য বেশ বাড়তি সংযোজন নিয়ে আসবে। যদিও সবগুলো তথ্য হিউমারের ভিত্তিতে লেখা। তবে এর যদি আশিভাগও সত্যি হয়ে থাকে তবে মোবাইলপ্রেমীরা বেশ ভালো ফিচার সম্পন্ন কিছু মোবাইল পেতে যাচ্ছে নতুন বছরে। যা মুঠোফোন হাতে দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ করবে।