ক্ষতির মুখে পড়েও যুক্তরাষ্ট্রের সাথে প্রতিশোধ নেওয়া বিপক্ষে হুয়াওয়ে । হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই বলেন, চীনের বাজারে অ্যাপল ক্ষতির দিকে যাক তা চান না হুয়াওয়ে । হুয়াওয়ের উপর ট্রাম্প নিষেধাজ্ঞা জারির পর চীনের অনেক নাগরিকই আইফোন বর্জনের ঘোষণা দিয়েছেন।
ব্লুমবার্গ এক সাক্ষাতকারে রেন ঝেংফেই বলেন,চীনা সরকারের পক্ষ থেকে অ্যাপল ক্ষতির মুখে পড়ুক এমন কোন সিদ্ধান্ত নেওয়া হলে তিনি অবশ্যই এর বিরোধিতা করতেন।
তিনি আরও বলেন, প্রতিশোধ নেওয়ার মতো কোনো কিছু ঘটবে না। আর যদি ঘটেও আমিই সবার আগে এর বিরোধিতা করবো। অ্যাপল আমার শিক্ষক স্বরূপ। শিক্ষার্থী হিসেবে কেনো আমি শিক্ষকের বিপক্ষে দাঁড়াবো?তিনি এটাও স্বীকার করেন যে, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা করতে না পারার ফলে গত দুই বছরে অর্জিত হুয়াওয়ের সাফল্য হারিয়ে যাবে। তবে হুয়াওয়ে নিজেস্ব চিপ ব্যবহার করে এবং বিকল্প পথ খুঁজে ঠিকই ঘুরে দাঁড়াবে। হুয়াওয়ে সব সময় অ্যাপলেরে পাশে ছিল আছে এবং থাকবে ।