লালমনিরহাট অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর লালমনিরহাট ক্যাম্পাসের শিক্ষার্থীদের উদ্ভাবিত ড্রোন উৎক্ষেপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে লালমনিরহাট বিমান বাহিনীর রানওয়েতে এ উৎক্ষেপণের উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় তিনি রিমোট কন্ট্রোল চেপে ড্রোনটির উৎক্ষেপণ উদ্বোধন করেন।
লালমনিরহাট বিশ্ববিদ্যালয়ের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা এ ড্রোনটি তৈরি করেন।
এই ড্রোনটি স্বয়ংক্রিয় নজরদারি, দুর্যোগ ব্যবস্থাপনা,কৃষি ও অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যাবে। তাছাড়াও চলতি বছরের এপ্রিলে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমেরিকায় অনুষ্ঠিত একটি প্রতিযোগিতায় এ ড্রোনটির প্রদর্শন সহ অংশগ্রহণ করবে
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল একেএম মনিরুল বাহার,অ্যারোস্পেস বিভাগের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন সাইফুর রহমান বকাউল সহ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও বিমানবাহিনীর লোকজন সহ শিক্ষার্থীরা।