কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারসহ এম৩ সিলিকন চিপযুক্ত নতুন আইপ্যাড এয়ার উন্মোচন করেছে টেক জায়ান্ট অ্যাপল। কোম্পানিটি সাম্প্রতিক ডিভাইসগুলোয় আরো উন্নত ও শক্তিশালী চিপ ব্যবহার করছে। এসব চিপ এআইভিত্তিক কার্যক্রম যেমন চ্যাটজিপিটি দিয়ে প্রশ্নের উত্তর দেয়া, ই-মেইল ও মেসেজ লেখা এবং ছবি সম্পাদনের কাজ সহজ ও দ্রুত করে।
কোম্পানিটি নতুন ডিভাইসের প্রতি গ্রাহক আকৃষ্ট করতে এবং বাজারে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাল মিলিয়ে চলতে এ পদক্ষেপ নিয়েছে। ১২ মার্চ থেকে এম৩ সিরিজটি দুটি সাইজে বাজারে পাওয়া যাবে। ১১ ইঞ্চি মডেলের দাম শুরু হয়েছে ৫৯৯ ডলার থেকে, আর ১৩ ইঞ্চির দাম ৭৯৯ ডলার।