প্রায় ১৯ বছরের পুরনো গেমিং কনসোল প্লেস্টেশন ৩-এর (পিএস থ্রি) জন্য একটি নতুন সফটওয়্যার আপডেট প্রকাশ করেছে সনি। সংস্করণটির নাম দেয়া হয়েছে ‘পিএস৩ সিস্টেম সফটওয়্যার আপডেট ৪.৯২’।
হঠাৎ এ আপডেট অনেকের কাছেই অপ্রত্যাশিত বলে জানিয়েছেন ব্যবহারকারীরা।
জাপানের প্রযুক্তি কোম্পানিটির তথ্যানুযায়ী, এটি ইনস্টল করতে হার্ডডিস্ক ড্রাইভ বা বাহ্যিক স্টোরেজে কমপক্ষে ২০০এমবি ফ্রি স্পেস প্রয়োজন হবে। আপডেটটি সিস্টেমের কার্যক্ষমতা উন্নত করবে ও ব্লু-রে প্লেয়ারের এনক্রিপশন ‘কি’ হালনাগাদ করবে। এ কি গুরুত্বপূর্ণ, কারণ এটি গেমিং কনসোলকে ব্লু-রে ডিস্ক প্লে করতে সক্ষম করে।