আইটিউনস ব্যবহারকারীর লেনদেন ও গান শোনার তথ্য বিক্রি করে দিচ্ছে অ্যাপল। এমন অভিযোগে মামলা দায়ের করেছেন তিনজন গ্রাহক। গত শুক্রবার সানফ্রান্সিসকো ডিস্ট্রিক কোর্টে এ মামলা দায়ের করেন রোড আইল্যান্ড ও মিশিগান অঙ্গরাজ্যের তিন গ্রাহক।
অ্যাপল দাবি করে, আইফোনে একজন ব্যবহারকারী যা কিছু করে, তার সবকিছুই সে ডিভাইসেই থেকে যায়। আইটিউনস অ্যাপলের একটি অ্যাপ, যা একাধারে মিডিয়া প্লেয়ার, মিডিয়া লাইব্রেরি, ইন্টারনেট রেডিও ব্রডকাস্টার এবং মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন।
সানফ্রান্সিসকোর ফেডারেল আদালতে মামলা দায়েরকারী তিন আইটিউনস গ্রাহকের অভিযোগ, তাদের বিনা অনুমতিতে গান শোনার সব তথ্য প্রকাশ করে দেয়া হয়েছে। এভাবে গ্রাহকদের তথ্য প্রকাশ করে দেয়া শুধু বেআইনিই নয়, এতে করে সমাজের অরক্ষিত জনগোষ্ঠী অপরাধীদের লক্ষ্যে পরিণত হওয়ার সুযোগ তৈরি হয়।
উদাহরণ হিসেবে তারা বলেন, সব অবিবাহিত, কলেজশিক্ষিত এবং ৯০ বছরের বেশি বয়সী নারী, যাদের পারিবারিক আয় ৮০ হাজার ডলারের উপরে, তারা অ্যাপলের আইটিউনস অ্যাপ ব্যবহার করে লোকসংগীত শোনেন; এমন তথ্যের তালিকা যে কেউ বিক্রি বা ভাড়া দিতে পারে।
মামলা দায়েরকারীদের দাবি, অনলাইনে এ ধরনের একটি তালিকা পাওয়া যাচ্ছে। প্রতি এক হাজার গ্রাহকের তথ্য ১৩৬ ডলারে বিক্রির অফার দেয়া হচ্ছে।
এ ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ক্ষতিপূরণ হিসেবে রাজ্যের সংশ্লিষ্ট আইন অনুযায়ী রোড আইল্যান্ডের প্রতিজন ভুক্তভোগীকে ২৫০ ডলার এবং ৫ হাজার ডলার করে দেয়ার দাবি জানিয়েছেন তারা।
তবে এ ব্যাপারে অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।