অ্যাপল গত মাসেই উন্মোচন করেছে স্বল্পমূল্যের আইফোন ১৬ই ফোনটি। কিন্তু তাই বলে আইফোন ১৭ সিরিজ নিয়ে অ্যাপলপ্রেমীদের আগ্রহে ভাঁটা পড়বে তা কি করে হয়! আইফোন ১৭ সিরিজ নিয়ে প্রায় নিয়মিতই ফাঁস হচ্ছে নিত্যনতুন সব খবর। ফাঁস হওয়া বা রটে যাওয়া এই সব খবরের কতটা গুজব, আর কতটা সত্য- সেটা আইফোন ১৭ বাজারে এলেই জানা যাবে। তবে আপাতত আইফোন ১৭ প্রো ম্যাক্সের ব্যাটারি সম্পর্কে বেশ চমকপ্রদ কিছু তথ্য ফাঁস করেছে প্রযুক্তি জগতের বিশ্বস্ত সূত্র হিসেবে পরিচিতি চীনভিত্তিক আইস ইউনিভার্স। কী জানিয়েছে সূত্রটি, চলুন সেটাই জেনে নেওয়া যাক।
আইস ইউনিভার্সের মতে, আইফোন ১৭ সিরিজের প্রো ম্যাক্স মডেলটির পুরুত্ব ১৬ সিরিজের প্রো ম্যাক্সের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। ১৬ প্রো ম্যাক্স মডেলটি যেখানে ৮.২৫ মিলিমিটার পুরু সেখানে ১৭ প্রো ম্যাক্সের পুরুত্ব হতে পারে ৮.৭২৫ মিলিমিটার। অর্থাৎ, শূন্য দশমিক ৪৭ মিলিমিটার বেশি পুরু হতে চলেছে ১৭ সিরিজের প্রো ম্যাক্স। অন্তত এমনটাই দাবি করতে সূত্রটি।
আপাতদৃষ্টিতে এই পরিবর্তন খুব একটা তাৎপর্যপূর্ণ মনে না হলেও সূত্রটি বলছে অ্যাপল হয়তো ডিভাইসের ব্যাটারি সক্ষমতা বৃদ্ধির জন্য এমনটা করতে পারে। সেক্ষেত্রে আইফোন ১৭ প্রো ম্যাক্সে আরও দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ আশা করতে পারেন আইফোনপ্রেমীরা।
উল্লেখ্য, আইফোন ১৬ প্রো ম্যাক্সে রয়েছে ৪,৬৮৫ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার সক্ষমতার ব্যাটারি, যেটা আবার ১৫ প্রো ম্যাক্স মডেলের ব্যাটারি সক্ষমতার চেয়ে ২৪০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার বেশি। তাহলে কি ১৭ সিরিজের প্রো ম্যাক্স মডেলেও ব্যাটারি সক্ষমতা বৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে যাচ্ছে অ্যাপল? এই প্রশ্নের সঠিক জবাব এই মুহূর্তে দেওয়া কঠিন। কেননা এ বিষয়ে অ্যাপলের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। এমনকি অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রও বিষয়টি নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
আইফোন ১৬ই নিয়ে এল অ্যাপল, ফিচারসহ দাম জেনে নিনআইফোন ১৬ই নিয়ে এল অ্যাপল, ফিচারসহ দাম জেনে নিন
তবে পুরুত্বের বিষয়টি বাদ দিলে ১৬ ও ১৭ সিরিজের প্রো ম্যাক্স মডেল দুটির আকার একই থাকছে বলে দাবি আইস ইউনিভার্সের। অর্থাৎ ১৭ প্রো ম্যাক্সের বাহ্যিক গঠনে (ফ্রেম) বড় ধরণের কোনো পরিবর্তন আসছে না। ব্যাকসাইডে ক্যামেরা বিন্যাস (অ্যারেঞ্জমেন্ট) ত্রিভুজাকারই থাকবে এবং গোলাকার-আয়তক্ষেত্রাকার ক্যামেরা বাম্পও অব্যাহত থাকবে।
তবে আইফোন ১৭ প্রো ম্যাক্সের বডিতে ব্যবহৃত ম্যাটেরিয়ালে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সূত্র বলছে, ১৭ সিরিজের প্রো ও প্রো ম্যাক্স মডেলে দেখা যেতে পারে অ্যালুমিনিয়ামের ফ্রেম। ব্যাক প্যানেলে আংশিক অ্যালুমিনিয়াম, আংশিক গ্লাস ডিজাইন দেখা যেতে পারে। উল্লেখ্য, আইফোন ১৫ ও ১৬ সিরিজের প্রো মডেল দুটিতে ব্যবহার করা হয়েছে টাইটানিয়ামের ফ্রেম।
আইফোন ১৭ সিরিজ নিয়ে আলোচনা হলে সেখানে অবধারিতভাবেই চলে আসে আলট্রা-থিন ডিজাইনের আইফোন ১৭ এয়ার মডেলের কথা। যদিও এমন কোনো মডেল নিয়ে আসার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি অ্যাপলের তরফ থেকে। তবে আইস ইউনিভার্স দাবি করছে, পুরুত্বের বিষয়টি বাদ দিলে ১৭ সিরিজের প্রো ম্যাক্স ও এয়ার- এই দুটো মডেলের ডাইমেনশন বা আকার একই হতে যাচ্ছে।
আইফোন ১৭ সিরিজ নিয়ে বিভিন্ন সূত্র থেকে আসছে নানা তথ্য। বিভিন্ন ফিচার থাকার, কিংবা না থাকার দাবিও করছে এই সূত্রগুলো। এর সবগুলো সত্য হবে- এমনটা ভাবার যেমন কোনো কারণ নেই, তেমনি এই সূত্রগুলোর দেওয়া অনেক তথ্য ইতোপূর্বে সত্য বলেও প্রমাণিত হয়েছে। ফলে সার্বিকভাবে আইফোন ১৭ সিরিজ সম্পর্কিত বিভিন্ন তথ্যসমূহকে আপাতত সম্ভাবনার ক্যাটাগরিতে রাখাই শ্রেয়।