চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকের বিক্রির বিষয়ে চারটি ভিন্ন গ্রুপের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কাছে সব বিকল্পই ভালো মনে হয়েছে।
যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ওপর নজরদারির অভিযোগে গত বছর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত আইনের মাধ্যমে টিকটক দেশটিতে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা দেয়। আইনে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারির মধ্যে প্লাটফর্মটি বিক্রি করতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ করা হবে। সেই নিষেধাজ্ঞা এড়াতে আইনি লড়াই চালিয়ে যায় টিকটক। তবে গত মাসে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে টিকটককে ৭৫ দিনের সময়সীমা বাড়িয়ে দেন। এ সময়ের মধ্যে মালিকানা পরিবর্তন করতে হবে।
টিকটকের জন্য শিগগিরই কোনো চুক্তি হবে কিনা জানতে চাইলে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ‘তা হতে পারে। আমরা চারটি ভিন্ন গ্রুপের সঙ্গে কাজ করছি। অনেকেই এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। আর চারটি বিকল্পের সবক’টিই ভালো।’
ট্রাম্পের চারটি গ্রুপের সঙ্গে যোগাযোগের বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধ করা হলে কিছু জানায়নি টিকটক ও এর প্রধান কোম্পানি বাইটড্যান্স।
টিকটকের চলমান অনিশ্চয়তা বেশ কয়েকজন সম্ভাব্য ক্রেতার দৃষ্টি আকর্ষণ করেছে। তাদের মধ্যে লস অ্যাঞ্জেলেস ডজার্সের সাবেক মালিক ফ্রাঙ্ক ম্যাককোর্টও রয়েছেন। বিশেষজ্ঞরা মনে করেন, দ্রুত বর্ধনশীল এ কোম্পানির মূল্য সর্বোচ্চ ৫ হাজার কোটি ডলার হতে পারে।