ভারতের গ্রাহকদের স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে ইলোন মাস্কের স্পেসএক্সের সঙ্গে অংশীদারত্ব করছে জিও প্লাটফর্মস লিমিটেড। প্রয়োজনীয় অনুমোদন পাওয়া সাপেক্ষে ভারতীয় সংস্থাটি খুচরা ও অনলাইন স্টোরের মাধ্যমে স্টারলিংক সরঞ্জাম বিক্রি করবে।
প্রতিবেদনে বলা হচ্ছে, জিও ও স্টারলিংকের এ অংশীদারত্ব ভারতের প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেবে।
চুক্তির আওতায় ভারতীয় গ্রাহকদের স্টারলিংক সরঞ্জাম ইনস্টলেশন ও পরিষেবা চালু করতে সহায়তা দেবে জিও। যা কোম্পানিটির বিদ্যমান জিওএয়ারফাইবার ও জিওফাইবার পরিষেবার পরিপূরক হিসেবে কাজ করবে। এতে দূরবর্তী অঞ্চলগুলোও উচ্চগতির ইন্টারনেট সেবা পাবে।
এ বিষয়ে রিলায়েন্স জিওর গ্রুপ সিইও ম্যাথিউ উমেন বলেন, ‘প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য সাশ্রয়ী ও উচ্চ-গতির ব্রডব্যান্ড নিশ্চিত করা জিওর প্রধান অগ্রাধিকার।’
তিনি এ অংশীদারত্বকে ‘সবার জন্য নিরবচ্ছিন্ন ব্রডব্যান্ড সংযোগের পথে একটি রূপান্তরমূলক পদক্ষেপ’ বলে অভিহিত করেন।
স্পেসএক্সের প্রেসিডেন্ট ও সিওও গোয়াইন শটওয়েল ভারতে স্টারলিংকের উচ্চ-গতির ইন্টারনেট পরিষেবা সম্প্রসারণে জিওর সঙ্গে কাজ করার ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যদিও বিষয়টি এখনো সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক নীতির কারণে বিশ্বব্যাপী নতুন বাণিজ্যবাধার আশঙ্কা তৈরি হয়েছে। জানুয়ারিতে ক্ষমতা বসা এ মার্কিন প্রেসিডেন্ট নিজ দেশের পণ্য কিনতে শুল্কবাধা ব্যবহার করছেন বলে মত অনেক বিশ্লেষকের।