স্যামসাং বাজারে আনছে নতুন চমক! তাদের নতুন ফোল্ডেবল ফোন Galaxy Z Fold 7 এ থাকছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা।
শোনা যাচ্ছে, এই ফোনটি চলতি বছরের মাঝামাঝি সময়ে বাজারে আসবে। Galaxy S25 Ultra-এর মতো ক্যামেরার দুর্দান্ত সব ফিচার থাকবে এই ফোনে।
বিশেষ খবর হলো, Galaxy Z Fold 7 হতে পারে প্রথম ফোল্ডেবল ফোন, যা দক্ষিণ কোরিয়ার বাইরেও ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে আসবে। তবে, অন্যান্য ক্যামেরাগুলো Galaxy Z Fold 6-এর মতোই হবে। মানে, ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা আর ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা।
সেলফি তোলার জন্য Galaxy Z Fold 6 এর চেয়েও ভালো ক্যামেরা থাকবে। আর বাইরের স্ক্রিনে থাকবে ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
জুলাই মাসে Galaxy Z Flip এর সাথে এই ফোনটি লঞ্চ হতে পারে।
দামটা একটু বেশি হতে পারে। ১২ জিবি র্যাম আর ২৫৬ জিবি স্টোরেজের ফোনের দাম হতে পারে প্রায় ১,৬৪,৯৯৯ টাকা। আর ১ টিবি স্টোরেজের ফোনও পাওয়া যাবে। ফোনটিতে থাকবে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর।