গুগলের পিক্সেল ৯ সিরিজের সবচেয়ে সাশ্রয়ী ফোনটি উন্মোচিত হয়েছে। পিক্সেল ৯এ মডেলটির আগমনকে ঘিরে বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা-কল্পনায় মুখর ছিল স্মার্টফোনের বৈশ্বিক বাজার। অবশেষে বুধবার (১৯ মার্চ) পিক্সেল ৯এ ফোনটি সামনে নিয়ে এল গুগল। শক্তিশালী প্রসেসর, উন্নত ক্যামেরা ও আকর্ষণীয় এআই ফিচারে সমৃদ্ধ ফোনটি অচিরেই বাজারে আসবে বলে জানিয়েছে গুগল।
গত বছরের আগস্টে গুগল বাজারে নিয়ে আসে পিক্সেল ৯ সিরিজের তিনটি মডেল- পিক্সেল ৯, পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো এক্সএল। এরপর সেপ্টেম্বরে বাজারে আসে গুগলের ভাঁজযোগ্য ফোনের সাম্প্রতিক ভার্সন পিক্সেল ৯ প্রো ফোল্ড। এবারে উন্মোচিত হলো পিক্সেল ৯ সিরিজের ‘বাজেট’ ফোন পিক্সেল ৯এ। এবার চলুন পিক্সেল ৯এ মডেলটির ফিচারসহ দাম জেনে নেওয়া যাক।
পিক্সেল ৯এ মডেলটির ফিচারসমূহ
দামের দিক থেকে পিক্সেল ৯ সিরিজের ‘বাজেট ফোন’ বা এন্ট্রি লেভেল ফোন হচ্ছে পিক্সেল ৯এ। কিন্তু তাঁর মানে এই নয় যে, ফিচারের দিক থেকে সিরিজের বাকি সদস্যদের তুলনায় ৯এ মডেলটি দুর্বল। বরং বেশিরভাগ ক্ষেত্রেই এমনকি প্রো ও প্রো এক্সএল মডেলের সমকক্ষ পিক্সেল ৯এ।
ডিসপ্লে
পিক্সেল ৯এ মডেলে আছে ৬.৩-ইঞ্চির অ্যাকটুয়া ডিসপ্লে, যেটি দাগ বা স্ক্র্যাচ-প্রতিরোধী। পিক্সেল ৯ সিরিজের বেজ মডেলেও রয়েছে এই আকারের ডিসপ্লে। তবে ৮এ মডেলের তুলনায় ৯এ’তে কিছু বড় ডিসপ্লে অফার করছে গুগল। পাশাপাশি ৯এ’র ডিসপ্লের ওপরে কভার গ্লাস হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ৩। ৮এ মডেলের তুলনায় ৯এ’র ডিসপ্লে ৩৫ শতাংশ বেশি উজ্জ্বল। ব্যবহারকারীরা ৯এ মডেলটিতে ২৭০০ নিটস পর্যন্ত সর্বোচ্চ ব্রাইটনেস উপভোগ করতে পারবেন। এছাড়া এতে থাকছে ১২০ হার্জ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট।
টেনসর জি৪ প্রসেসর
পিক্সেল ৯এ মডেলটিতে শক্তিশালী টেনসর জি৪ প্রসেসর ব্যবহার করেছে গুগল। ঠিক একই প্রসেসর ব্যবহার করা হয়েছে সিরিজের অন্য মডেলগুলোতেও। ব্যবহারকারীরা যাতে নির্বিঘ্নে উন্নত সব এআই ফিচার ব্যবহার করতে পারেন সেজন্যেই পিক্সেল ৯ সিরিজে সবগুলো মডেলে টেনসর জি৪ সিস্টেম অন চিপ (প্রসেসর) নিয়ে এসেছে গুগল। এমনকি তিনগুণেরও বেশি দামি পিক্সেল ৯ প্রো ফোল্ডেও একই প্রসেসর ব্যবহার করা হয়েছে। টেনসর জি৪ প্রসেসর থাকায় সিরিজের অন্য মডেলগুলোর মতো ৯এ’তেও বিভিন্ন এআই ফিচার যেমন ম্যাজিক এডিট, জেমিনি এআই অ্যাসিস্ট্যান্ট, পিক্সেল স্টুডিও খুব সহজেই ব্যবহার করা যাবে। পাশাপাশি জটিল কাজও করা যাবে অনায়াসে।
অপারেটিং সিস্টেম
পিক্সেল ৯এ মডেলটিতে বিল্ট-ইন অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১৫। গুগলের প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী ৭ বছর সফটওয়্যার সাপোর্ট পাবেন ব্যবহারকারীরা। অর্থাৎ, ফোনটিতে অপারেটিং সিস্টেম ও সিকিউরিটি আপডেটসের পাশাপাশি পিক্সেল ড্রপ উপভোগ করা যাবে টানা ৭ বছর।
র্যাম
র্যামের ক্ষেত্রে অবশ্য ৯এ মডেলটি পিক্সেল ৯ সিরিজের অন্য মডেলগুলোর তুলনায় কিছুটা পিছিয়ে আছে। ৯এ’তে যেখানে র্যাম মাত্র ৮জিবি সেখানে পিক্সেল ৯ সিরিজের বেজ মডেলে ১২ জিবি এবং প্রো মডেল দুটি’তে ১৬জিবি করে র্যাম প্রি-ইন্সটলড্ আছে। অবশ্য সিরিজের অন্য মডেলগুলোর সাথে দামের পার্থক্য যখন ৩০০ থেকে ৪০০ ডলার, তখন ফিচারে কোথাও না কোথাও সেটা সমন্বয় করা হবে এটাই স্বাভাবিক। তবে এখানে বলে রাখা আবশ্যক, পিক্সেল ৮এ মডেলেও ৮জিবি র্যাম-ই ছিল। সেদিক থেকে ৯এ মডেলটিতে র্যাম আপগ্রেড না করলেও একই রেখেছে গুগল।
স্টোরেজ
পিক্সেলপ্রেমীদের জন্য এখানে দুটি অপশন রয়েছে, ১২৮জিবি ও ২৫৬জিবি। একই অপশন রয়েছে সিরিজের বেজ মডেলেও। তবে প্রো ও প্রো এক্সএল মডেলে ১টিবি পর্যন্ত স্টোরেজ আপগ্রেড করার সুযোগ রয়েছে। তবে বাজেট মডেল হিসেবে ৯এ’তে ২৫৬জিবি পর্যন্ত স্টোরেজ অপশন যথেষ্ট বলেই আশা করা যায়।
এআই ফিচার
শক্তিশালী প্রসেসরের কল্যাণে পিক্সেল ৯ সিরিজের বাকি মডেলগুলোর মতো ৯এ’তেও নির্বিঘ্নে ব্যবহার করা যাবে আকর্ষণীয় সব এআই ফিচার। এদের মধ্যে আছে অ্যাড মি, ম্যাজিক এডিটর, বেস্ট টেক, পিক্সেল স্টুডিও ও জেমিনি এআই অ্যাসিস্ট্যান্ট।
ক্যামেরা ফিচার
গুগলের পিক্সেল ফোনের ক্যামেরার বেশ সুনাম রয়েছে স্মার্টফোনের বাজারে। পিক্সেল ৯এ মডেলেও এই ধারাবাহিকতা বজায় রেখেছে গুগল। ফোনটির ব্যাকসাইডে ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরার পাশাপাশি ১৩ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা লেন্স আছে। ৯এ’র ক্যামেরাতে ০.৫ এক্স ও ১ এক্স অপটিক্যাল জুমের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এতে খুব ভালোভাবেই ৪কে মানের ভিডিও ধারণ করা সম্ভব। এছাড়া ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও আছে ৯এ মডেলটিতে।
পিক্সেল ৯ সিরিজের অন্য মডেলগুলোতে ক্যামেরা বাম্প থাকলেও পিক্সেল ৯এ মডেলে ক্যামেরা বাম্প রাখেনি গুগল। তাই কিছুটা ভিন্ন ডিজাইনে পিক্সেল ৯এ দেখতে পাবেন পিক্সেলপ্রেমীরা। ফ্ল্যাট ব্যাক ডিজাইনের ফোনটিতে আলাদা করে কোনো ক্যামেরা বারও নেই। ডিভাইসটির ব্যাকসাইড ফ্ল্যাট হওয়ায় ব্যবহারকারীরা ফোনটি হাতে নিলে মসৃণ হোল্ডের অনুভূতি পাবেন। ফোনটির পেছনে ওপরে বাঁ দিকে গোলাকৃতির ওয়াটার ড্রপলেটের মতো ডিজাইনের মধ্যে রাখা হয়েছে রিয়ার ক্যামেরা দুটিকে। ক্যামেরা বাম্প ও ক্যামেরা বার- দুটোই অনুপস্থিত থাকায় পিক্সেল ৯এ মডেলটি পিক্সেল ৯ সিরিজের অন্য মডেলগুলো থেকে যেমন আলাদা তেমনি একই ক্যাটাগরির অন্য অনেক স্মার্টফোন থেকেও এটি দেখতে স্বতন্ত্র।
কোন কোন রঙে পাওয়া যাচ্ছে পিক্সেল ৯এ
এখানেও অপশন রেখেছে গুগল। আইরিস (বেগুনি-নীল), পিওনি (হালকা গোলাপি), পোর্সেলিন (সাদা/ হালকা ক্রিম), অবসিডিয়ান (কালো)- এই ৪টি রঙে পাওয়া যাবে গুগলের পিক্সেল ৯এ মডেলটি।
ব্যাটারি ব্যাকআপ
ব্যাটারি ব্যাকআপের দিক থেকে পিক্সেল ৯ সিরিজের অন্য মডেলগুলোকেও ছাপিয়ে গেছে ৯এ। একবার চার্জ দিলে ৩০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এতে, যেখানে অন্য মডেলগুলোতে ২৪ ঘন্টা ব্যাকআপের প্রতিশ্রুতি দিচ্ছে গুগল। আর এক্সট্রিম ব্যাটারি সেভার (সর্বোচ্চ ব্যাটারি সাশ্রয়) মোডে পিক্সেল ৯এ মডেলটি একচার্জে ১০০ ঘন্টা পর্যন্ত সচল থাকবে। তবে ২৩ ওয়াটের ওয়্যার্ড চার্জিং ফিচারটি অনেক গ্রাহকের অসন্তুষ্টির কারণ হতে পারে।
অন্যান্য ফিচারসমূহ
গুগল পিক্সেল ৯এ ফোনটি আইপি৬৮ পানি ও ধূলা প্রতিরোধী (ওয়াটার এন্ড ডাস্ট রেজিসট্যান্স)। ফলে হাত থেকে পড়ে গেলে বা ছোটখাটো আঘাতেও ফোনটি সুরক্ষিত থাকবে। গুগলের দাবি করছে, এটি তাঁদের ‘এ’-সিরিজের সবচেয়ে টেকসই ফোন। ৯এ ফোনটির সাথে সিম টুলের পাশাপাশি বক্সে থাকবে ১ মিটার লম্বা ইউএসবি-সি ক্যাবল (২.০)।
পিক্সেল ৯এ মডেলটির দাম
যেমনটা আগেই উল্লেখ করা হয়েছে, পিক্সেল ৯ সিরিজের সবচেয়ে সাশ্রয়ী ফোন হচ্ছে পিক্সেল ৯এ। ফোনটির দাম শুরু হয়েছে ৪৯৯ ডলার থেকে, যেখানে সিরিজের বেজ মডেল পিক্সেল ৯ এর দাম শুরু ৭৯৯ ডলার থেকে। অর্থাৎ, সিরিজের পরবর্তী সাশ্রয়ী ফোনটির তুলনায় ৯এ মডেলের দাম ৩০০ ডলার কম!
অবশ্য স্টোরেজভেদে পিক্সেল ৯এ মডেলটির দামে তারতম্য হতে হবে। ১২৮জিবি ভার্সনের দাম ৪৯৯ ডলার থেকে শুরু হলেও ২৫৬জিবি’র জন্য গুণতে হতে পারে ৫৯৯ ডলার পর্যন্ত। উল্লেখ্য, সম্প্রতি উন্মোচিত আইফোন ১৬ সিরিজের বাজেট ফোন ১৬ই মডেলটির দাম শুরু হয়েছে ৫৯৯ ডলার থেকেই।
পিক্সেল ৯এ কবে আসছে বাজারে?
পিক্সেল ৯এ মডেলের প্রি-অর্ডার শুরু হওয়ার কথা ছিল উন্মোচনের দিনই, অর্থাৎ ১৯ মার্চ। আর ফোনটিকে ফিজিক্যাল শপে নিয়ে আসার গুগলের প্রাথমিক পরিকল্পনা ছিল ২৬ মার্চ থেকে। কিন্তু শেষ মুহূর্তে এসে যন্ত্রাংশের মান নিয়ে সমস্যার কথা জানিয়ে প্রি-অর্ডারের তারিখ পিছিয়ে দিয়েছে গুগল।
অ্যান্ড্রয়েড পুলিশ’কে দেওয়া এক বিবৃতি’তে গুগল বলেছে যে, গুগল পিক্সেল ৯এ ফোনটি এপ্রিলের শুরুতেই গুগল স্টোর ও গুগলের রিটেল পার্টনারদের কাছে পাওয়া যাবে। প্রি-অর্ডার শুরু হওয়ার বিষয়েও গুগল অচিরেই বিস্তারিত জানাবে।
অ্যান্ড্রয়েড অথোরিটি’কে দেওয়া আরেকটি বিবৃতিতে গুগল জানিয়েছে যে, পিক্সেল ৯এ মডেলের কিছু ডিভাইসে যন্ত্রাংশের মান নিয়ে সমস্যা দেখা দেওয়ায় ফোনটির প্রি-অর্ডার ও বাজারে আসার তারিখ পিছিয়ে দিয়েছে তাঁরা। উল্লেখ্য, এই সমস্যার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানকে এখনও রিভিউ ইউনিট পাঠায়নি গুগল। তাই ঠিক কবে নাগাদ ফোনটির প্রি-অর্ডার শুরু হচ্ছে এবং বাজারে আসছে এ সম্পর্কে এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি প্রতিষ্ঠানটি।
অবশ্য এপ্রিলের কোনো এক সময় যে পিক্সেল ৯এ বাজারে আসছে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই খুব একটা। পিক্সেলপ্রেমীরা তাই এপ্রিলেই গুগল স্টোর ও গুগলের রিটেল পার্টনারদের কাছ থেকে ফোনটি সংগ্রহ করতে পারবেন।