এক দশক আগে ভৌতিক গল্পপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয় হয়েছিল এয়ারটেল-এর প্রযোজনায় ’ভূত এফ এম’। তারই ধারাবাহিকতায় পুরোনো রোমাঞ্চ নতুনভাবে ফিরেছে ভূত.কম-এর উপস্থাপনায় ‘অচিনপুর’, হন্টেড বাই এয়ারটেলে!
বৃহস্পতিবার রাত- ঘড়িতে ১০:৫৯, যখন ব্যস্ত সপ্তাহ শেষে ছুটির আমেজ শুরু, ঠিক তখনই ডাক আসে অচিনপুরে। যেখানে একবার প্রবেশ করলে ফিরে আসা সহজ হয়না! এখানে পুরনো বন্ধুরা আবারো মিলিত হয়, ঘুরে বেড়ায় চেনা-অচেনা মুখ।
তারা চলে গেলেও রয়ে গেছে তাদের অস্তিত্ত্ব। তাদের অস্তিত্বের পথ ধরে থেকে যায় ভয়। সেইসকল শিহরণ জাগানো অনুভূতি আবারো সবার জন্য নিয়ে এসেছে এয়ারটেল।
এছাড়া ভৌতিক স্ট্রিমিং অভিজ্ঞতাকে আরও জমজমাট করতে, এয়ারটেল নিয়ে এসেছে দুটি স্পেশাল হরর প্যাক! মাত্র ২৯ টাকায় ২৪ ঘণ্টার জন্য আনলিমিটেড ইউটিউব। প্যাকটি পেতে ডায়াল করুন *৪*০২৯# এবং ৩০ দিনের জন্য মাত্র ১৭৯ টাকায় আনলিমিটেড ইউটিউব পেতে ডায়াল করুন *৪*১৭৯#। অফারগুলো মাই এয়ারটেল অ্যাপেও প্রযোজ্য।
ভূতের গল্প, ভয় আর রোমাঞ্চের জন্য এয়ারটেল বাজ এবং ভূত এফএম.কম-এর সাথে থাকুন, আর হারিয়ে যান অচিনপুরের রহস্যময় দুনিয়ায়!
পুরো কনটেন্ট দেখতে ক্লিক করুন: https://youtu.be/vu5lgfWrRVM