ডেল টেকনোলজিস ২০২৫ সালের অর্থবছরে কর্মী সংখ্যা কমিয়েছে ১০ শতাংশ। বিষয়টি গত মঙ্গলবার নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি কোম্পানিটি। ডেল জানিয়েছে, এ পদক্ষেপ নতুন নিয়োগ সীমিত করা ও কর্মী পুনর্গঠনের মাধ্যমে খরচ সাশ্রয়ের চলমান প্রচেষ্টার অংশ।
ডেলের বার্ষিক প্রতিবেদন বলছে, বর্তমানে কোম্পানির কর্মী সংখ্যা এক লাখ আট হাজার, যা পূর্ববর্তী বছর ছিল ১ লাখ ২০ হাজার। এআই সার্ভার বাজারে উৎপাদন খরচ বৃদ্ধি ও তীব্র প্রতিযোগিতা ডেলের মুনাফার ওপর প্রভাব ফেলছে। তাই কোম্পানিটি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। গত মাসে ডেল পূর্বাভাস দিয়েছিল, ২০২৬ সালের অর্থবছরে কোম্পানির উৎপাদন খরচ হয়তো বাড়বে এবং মুনাফার পরিমাণ কমবে। তাদের বিবৃতি কঠিন বাজার পরিস্থিতির ইঙ্গিত দেয় বলে মনে করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
প্রতিবেদন বলছে, কোম্পানিটি ডাইভার্সিটি (বৈচিত্র্য) ও ইনক্লুশন (সমতা) নীতি ধরে রেখেছে। ডেল টেকনোলজিসের বক্তব্য, ‘আমরা সমান চাকরির সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক নীতিগুলো বাস্তবায়ন করে এ লক্ষ্য অর্জন করতে চাই।’ তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডাইভার্সিটি, ইকুইটি ও ইনক্লুশন (ডিইআই) উদ্যোগকে বৈষম্যমূলক বলে অভিহিত করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, এ ধরনের প্রচেষ্টা আইন ভঙ্গ করছে কিনা তা তদন্ত করতে পারে বিচার বিভাগ। উল্লেখ্য, ২০২৪ অর্থবছরে ডেলের কর্মী সংখ্যা ৫ শতাংশ কমানো হয়।