বিশ্বজুড়ে অ্যাপল ডেভেলপারদের বার্ষিক আয়োজন হচ্ছে ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স। বছরের মাঝামাঝিতে প্রতি বছরই অনুষ্ঠিত হয় অ্যাপলের গুরুত্বপূর্ণ এই বার্ষিক সম্মেলনটি। সম্প্রতি অ্যাপল ঘোষণা করেছে, এ বছর ডেভেলপার্স কনফারেন্সটি অনুষ্ঠিত হবে জুনের ৯ থেকে ১৩ তারিখ পর্যন্ত। পুরো সম্মেলনের অনলাইন স্ট্রিমিং হলেও অ্যাপল পার্কে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে কীনোট (মূল বক্তব্য) পাঠ করা হবে এবং সশরীরে উপস্থিত থাকবেন সাংবাদিকসহ নির্বাচিত ডেভেলপাররা।
উল্লেখ্য, অ্যাপল পার্ক হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কুপারটিনোতে অবস্থিত অ্যাপলের কর্পোরেট সদর দপ্তর। প্রতি বছর কীনোট পাঠের মাধ্যমে এখান থেকেই শুরু হয় ডেভেলপারদের সম্মেলন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
ইভেন্ট হিসেবে অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সের গুরুত্ব অনেক। অ্যাপল ইকোসিস্টেমের নতুন সব সফটওয়্যার ও প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে এই সম্মেলনটিকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে থাকে মার্কিন এই টেক জায়ান্ট।
ডেভেলপার্স কনফারেন্সে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। অ্যাপলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবে এ বছরের সম্মেলনে নতুন কী কী সফটওয়্যার আসে তা দেখার জন্য। উল্লেখ্য, গত বছরের ডেভেলপার্স কনফারেন্সেই অ্যাপল তাঁদের বহুল-প্রতীক্ষিত এআই প্ল্যাটফর্ম ‘অ্যাপল ইনটেলিজেন্স’ ঘোষণা করেছিল। বর্তমানে আইওএস, আইপ্যাডওএস-এর মতো অ্যাপলের বিভিন্ন প্ল্যাটফর্মে বিল্ট-ইন ফিচার হিসেবে থাকে অ্যাপল ইনটেলিজেন্স।
অ্যাপল ইন্টেলিজেন্সের মতো না হলেও অ্যাপলের বিভিন্ন অপারেটিং সিস্টেমে বেশ কিছু প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ফিচার আসতে পারে এবারের ডেভেলপার্স সম্মেলনে। বিশেষ করে আইওএস ১৯, ম্যাকওএস ১৬, ভিশনওএস ৩ এবং ওয়াচওএস ১২ ও টিভিওএস ১৯ সম্পর্কিত বড় আপডেটের ঘোষণা আসতে পারে এ বছরের ডেভেলপারদের সম্মেলনে।
প্রতিবারের মতো ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স ২০২৫-এও আমন্ত্রণ জানানো হবে অ্যাপল ডেভেলপার কমিউনিটির অনেককে। অ্যাপল কর্মী ও সাংবাদিকদের পাশাপাশি অ্যাপল পার্কে উপস্থিত ডেভেলপাররাও কীনোট ইভেন্ট ও প্ল্যাটফর্মস স্টেট অব দি ইউনিয়ন উপভোগ করবেন।
সশরীরে অ্যাপল পার্কে উপস্থিত থাকতে চাইলে ডেভেলপারদেরকে অনলাইনে আবেদন করতে হবে। কারা আবেদন করতে পারবে? অ্যাপল ডেভেলপার প্রোগ্রামের রেজিস্টার্ড সদস্য, অ্যাপল ডেভেলপার এন্টারপ্রাইজ প্রোগ্রামের রেজিস্টার্ড সদস্য এবং ২০২৩-২০২৫ সালের সুইফট স্টুডেন্ট চ্যালেঞ্জ বিজয়ীরা সম্মেলনে যোগদানের জন্য আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, অ্যাপলের মেম্বারশিপ প্রোগ্রামের রেজিস্টার্ড ডেভেলপাররাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২ এপ্রিল। অ্যাপল জানিয়েছে যে, আবেদনকারীদের মধ্য থেকে ডেভেলপারদেরকে লটারির মাধ্যমে নির্বাচন করা হবে, তবে নির্বাচিত কোনো ডেভেলপার নিজে উপস্থিত না হয়ে অন্য কাউকে এই সুযোগ হস্তান্তরকরতে পারবেন না। সম্মেলনে সশরীরে যোগদানের জন্য নির্বাচিত ডেভেলপারদেরকে ৩ এপ্রিলের মধ্যে জানিয়ে দেওয়া হবে।