বিশ্বজুড়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যেখানে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে সেখানে নতুন করে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। ডাবলিন ও লন্ডনসহ ইউরোপের বিভিন্ন অঞ্চলে ১০০ জনেরও বেশি নতুন কর্মী নিয়োগ করতে যাচ্ছে বলে সোমবার (৭ এপ্রিল) জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যানথ্রপিক জানিয়েছে, সেলস, ইঞ্জিনিয়ারিং, গবেষণা ও বিজনেস অপারেশনস সম্পর্কিত বিভিন্ন পদে তাঁরা নতুন কর্মী নিয়োগ করতে যাচ্ছে। নতুন কর্মীদেরকে মূলত তাঁদের ডাবলিন ও লন্ডনের অফিসগুলোতেই নিয়োগ দেওয়া হবে।
উল্লেখ্য, জনপ্রিয় এআই চ্যাটবট ক্লদের নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে এআই’র জগতে বেশ সুপরিচিত নাম অ্যানথ্রপিক। স্টার্টআপটিতে অ্যামাজন ও গুগলের মতো প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে।
নিজেদের এআই কার্যক্রমকে ত্বরান্বিত করতে অ্যানথ্রপিক সম্প্রতি তাঁদের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে গিয়ম প্রিন্সেনকে। নিয়োগ পেয়েই প্রিন্সেন বলেছেন যে, ইউরোপ ও যুক্তরাজ্যের বাজারে ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য এখন উন্নত এআই সক্ষমতার প্রয়োজন।
প্রিন্সেন এর আগে অর্থপ্রযুক্তি (ফিনটেক) প্রতিষ্ঠান স্ট্রাইপ-এর ইউরোপের বাজারে বিস্তৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া ফ্রান্সের ব্যয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মুনকার্ডের প্রধান নির্বাহী (সিইও) হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
ওপেনএআই’র তৈরি চ্যাটজিপিটি ও গুগল জেমিনি’র মতো জনপ্রিয় চ্যাটবটের সাথে সমানে সমান পাল্লা দিচ্ছে অ্যানথ্রপিকের ক্লদ। গত মাসে অর্থ উত্তোলনের রাউন্ডে অ্যানথ্রপিক ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ উত্তোলন করেছে, যেখানে স্টার্টআপটির বাজারমূল্য ধার্য করা হয়েছে ৬১ দশমিক ৫ বিলিয়ন ডলার। লাইটস্পিড ভেঞ্চার পার্টনার, বেসেমার ভেঞ্চার পার্টনার ও জেনারেল ক্যাটালিস্টসহ নতুন ও বর্তমান বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন অ্যানথ্রপিকের অর্থ উত্তোলন রাউন্ডে।
নতুন উত্তোলিত অর্থ বিনিয়োগ করে অ্যানথ্রপিক তাঁদের এআই কার্যক্রম আরও ত্বরান্বিত করতে চাইবে, এটাই স্বাভাবিক। বিশেষ করে ক্লদের উন্নত সংস্করণ ও এআই এজেন্ট তৈরিতে নতুন উদ্যমে মনোনিবেশ করতে চলেছে তাঁরা। ইউরোপে নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্তটিও যে অ্যানথ্রপিক এই লক্ষ্যকে সামনে রেখেই নিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।