বিশ্বব্যাপী গত মার্চে গেম বাদে সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ ছিল চ্যাটজিপিটি। প্রথমবারের মতো মাসিক ডাউনলোড চার্টে ইনস্টাগ্রাম ও টিকটককে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে অ্যাপটি।
অ্যাপ বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যাপফিগারের নতুন তথ্যানুযায়ী, ফেব্রুয়ারির তুলনায় মার্চে চ্যাটজিপিটি ডাউনলোডের হার ২৮ শতাংশ বেড়ে ৪ কোটি ৬ লাখে পৌঁছেছে। মার্চে চ্যাটজিপিটি বেশকিছু আপডেট করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ইমেজ জেনারেটর। ফলে মাসের শেষে ও এপ্রিলে ব্যবহারকারীদের জনপ্রিয় জাপানি অ্যানিমেশন স্টুডিও ঘিবলির স্টাইলে ছবি ও মিম তৈরির ভাইরাল ট্রেন্ড দেখা যায়। এছাড়া ওপেনএআই তাদের ছবি-সংক্রান্ত কনটেন্ট মডারেশন নীতির কিছু সীমাবদ্ধতা শিথিল করেছে। একই সঙ্গে উন্নত করেছে ভয়েজ ফিচারও।
তবে অ্যাপফিগার বলছে, শুধু নতুন ফিচারের জন্য চ্যাটজিপিটির ব্র্যান্ডের সুনাম এ জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা পালন করেছে। ২০২১ সালের প্রথম প্রান্তিকের তুলনায় ২০২৫ সালের প্রথম প্রান্তিকে চ্যাটজিপিটি ইনস্টলের হার বেড়েছে ১৪৮ শতাংশ।
অ্যাপফিগারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যারিয়েল মাইকায়েলি বলেন, ‘ঠিক দুই হাজারের দশকে যেমন গুগল একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হয়ে উঠেছিল, তেমনি এখন অনেকেই এআই বলতে চ্যাটজিপিটিকেই বোঝে। চ্যাটজিপিটির এ জনপ্রিয়তার কারণে অন্যান্য চ্যাটবট যেমন, মেনাস, ডিপসিক বাজারে টিকে থাকাটা কঠিন হয়ে পড়েছে। যেমন অ্যান্থ্রোপিকের ক্লাউড জনপ্রিয়তা পাচ্ছে না। তবে ইলোন মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এআই গ্রোক জনপ্রিয়তা পেলেও পেতে পারে।’
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শীর্ষস্থানে ছিল টিকটক এবং দ্বিতীয় স্থানে ইনস্টাগ্রাম ও তৃতীয় স্থানে ছিল চ্যাটজিপিটি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে অ্যাপটি ডাউনলোডের হার বেড়ে গিয়েছিল বলে মনে করেন বাজার বিশেষজ্ঞরা। তবে বর্তমানে নিষেধাজ্ঞাটি স্থগিত রয়েছে। তবে গত বছর ইনস্টাগ্রাম ছিল যুক্তরাষ্ট্রের কিশোরদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ।
সাম্প্রতিক পাইপার স্যান্ডলারের একটি জরিপে দেখা গেছে, মার্কিন কিশোরদের মধ্যে সর্বাধিক ব্যবহৃত সোশ্যাল অ্যাপ ইনস্টাগ্রাম, প্রায় ৮৭ শতাংশ। টিকটক ব্যবহার করেন ৭৯ শতাংশ এবং স্ন্যাপচ্যাট ব্যবহার করেন ৭২ শতাংশ।
মার্চে শীর্ষ ১০ অ্যাপের তালিকায় আরো আছে মেটার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ক্যাপকাট, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট, থ্রেডস ও টেমু।
সব মিলিয়ে মার্চে শীর্ষ ১০টি অ্যাপ মোট ৩৩৯ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে, যা ফেব্রুয়ারির ২৯৯ মিলিয়ন ডাউনলোডের চেয়ে অনেক বেশি।