যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার প্রযুক্তি ঠান্ডা যুদ্ধে নতুন মাত্রা যোগ করল ওয়াশিংটনের সাম্প্রতিক রফতানি নিষেধাজ্ঞা। এবার যুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা ইন্টেলকে চীনে উন্নত এআই চিপ রফতানির জন্য বিশেষ লাইসেন্স নিতে হবে।
সম্প্রতি ইন্টেলের সিইও লিপ-বু টান চীনা গ্রাহকদের জানিয়েছেন, যেসব চিপের ডির্যাম ব্যান্ডউইথ ১৪০০ জিবি/সেকেন্ড, আই/ও ব্যান্ডউইথ ১১০০ জিবি/সেকেন্ড, অথবা মোট ব্যান্ডউইথ ১৭০০ জিবি/সেকেন্ড ছাড়িয়ে যাবে—সে ধরনের চিপ সরবরাহে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অনুমতি লাগবে।
প্রযুক্তিবিদদের মতে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একটি কৌশলের অংশ—যার লক্ষ্য চীনের হাতে উচ্চক্ষমতাসম্পন্ন এআই প্রযুক্তির প্রবাহ সীমিত করা।
এর আগে এনভিডিয়া, এএমডিসহ আরও কিছু প্রতিষ্ঠানের উন্নত জিপিইউ চিপ রফতানির ওপরও একই ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।
বিশেষজ্ঞরা বলছেন, এই নিষেধাজ্ঞাগুলো বিশ্বব্যাপী চিপ সরবরাহ চেইন ও এআই গবেষণা উন্নয়ন প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। চীনও হয়তো এটির জবাবে নিজস্ব চিপ ইকোসিস্টেম আরও জোরদার করার পদক্ষেপ নিতে পারে।