বাংলাদেশে বেআইনি অনলাইন ক্যাসিনো কার্যক্রম আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। একটি সরকারি সংস্থার সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে সবচেয়ে বেশি অনলাইন ক্যাসিনো কার্যক্রম শনাক্ত হয়েছে রংপুর বিভাগে, এর পরেই অবস্থান রাজশাহী।
এই রিপোর্টে জানানো হয়, জানুয়ারি থেকে মার্চ ২০২৫—এই তিন মাসে রংপুরে ১১৩টি অবৈধ অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম শনাক্ত হয়েছে। রাজশাহীতে এই সংখ্যা ৯৭টি। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ অঞ্চলেও সংখ্যা ৭৫টি হলেও, উত্তরাঞ্চলের এই দুই বিভাগে বেড়ে যাওয়া সংখ্যা উদ্বেগের।
কেন বাড়ছে এই প্রবণতা?
আইটি বিশেষজ্ঞদের মতে, তরুণদের মধ্যে ডিজিটাল গ্যাম্বলিং-এর প্রতি আসক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, সহজ অনলাইন পেমেন্ট মাধ্যম ও মনিটরিংয়ের অভাব এই সংকটকে বাড়িয়ে তুলছে।
একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ বলেন,
“যথাযথ নজরদারি না থাকায় উত্তরাঞ্চলে অনলাইন ক্যাসিনোর রমরমা ব্যবসা চালু হয়েছে। এই প্ল্যাটফর্মগুলো দেশের বাইরের সার্ভার ব্যবহার করায় এগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে।”
কী করছে সরকার?
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও সাইবার ক্রাইম ইউনিট ইতোমধ্যে বেশ কিছু অ্যাপ ও ওয়েবসাইট ব্লক করেছে। তবে প্রতিনিয়ত নতুন নতুন ডোমেইনে ফিরছে জুয়াড়িরা। বিশেষজ্ঞদের দাবি, প্রযুক্তির মাধ্যমে নজরদারি ও আইন প্রয়োগকারী সংস্থার সমন্বিত অভিযান ছাড়া এই সমস্যা রোধ করা সম্ভব নয়।