জমি কেনাবেচা বা নিজের জমির পরিমাপ নিয়ে দুর্ভোগ এখন অনেকটাই কমিয়ে এনেছে প্রযুক্তি। এখন আর পাটোয়ারী বা ভূমি অফিসে বারবার যেতে হবে না। মোবাইল ফোনে থাকা কিছু স্মার্ট অ্যাপই করে দেবে জমি পরিমাপের কাজ—সহজ, সাশ্রয়ী ও দ্রুতভাবে।
কীভাবে জমি পরিমাপ করবেন?
আপনার অ্যান্ড্রয়েড বা আইফোন ফোনে নিচের অ্যাপগুলো ব্যবহার করতে পারেন:
✅ GPS Field Area Measure
✅ Easy Area: Land Area Measure
✅ GPS Land Field Area Measure
✅ GPS Area Calculator
প্রধান দুই মোড:
Manual Measuring – ম্যাপে পয়েন্ট ট্যাপ করে মাপ
GPS Measuring – জমির চারপাশে হাঁটলে নিজে থেকেই মাপবে
দিক নির্ধারণ করবেন যেভাবে:
iPhone বা Android ফোনের কম্পাস অ্যাপ চালু করুন।
আপনার ফোনের স্ক্রিনেই N, S, E, W ইত্যাদি দিক নির্দেশ দেখাবে। এতে জমির প্লট কোন দিক মুখী, তা সহজেই জানা যাবে।
মনে রাখবেন, GPS-নির্ভর অ্যাপ দিয়ে মাপ শতভাগ সঠিক নাও হতে পারে। আইনি বা অফিসিয়াল কাজে ভূমি অফিসের যাচাই কাগজপত্রই চূড়ান্ত দলিল।