উচ্চ পারফরম্যান্স ও এআই প্রযুক্তির মিশেলে গেমারদের জন্য বিশাল এক চমক নিয়ে এলো গিগাবাইট টেকনোলজি। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES 2025)-তে প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে তাদের নতুন এআই গেমিং ল্যাপটপ সিরিজ— অরোস মাস্টার ১৬।
বিশ্বের প্রথম ফুল-ব্লুমিং এআই গেমিং ফ্ল্যাগশিপ ল্যাপটপ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে এই সিরিজকে। এতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আল্ট্রা ২০০এইচএক্স প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজের শক্তিশালী গ্রাফিক্স ইউনিট। ফলে গেমিং কিংবা ক্রিয়েটিভ কাজ— সব ক্ষেত্রেই ব্যবহারকারীরা পাবেন অনন্য অভিজ্ঞতা।
গিগাবাইট জানিয়েছে, নতুন অরোস মাস্টার ১৬-তে রয়েছে ২৪০হার্জের ওএলইডি ডিসপ্লে, ডলবি অ্যাটমস সাউন্ড টেকনোলজি ও উন্নত কুলিং সিস্টেম। এতে সংযোজিত হয়েছে জিম্যাট নামের একটি এআই সহকারী, যা ল্যাপটপের পারফরম্যান্স ও সেটিংস ব্যবস্থাপনায় সাহায্য করবে।
নতুন প্রজন্মের এনভিডিয়া ডিএলএসএস ৪ প্রযুক্তি দিয়ে গেমের গ্রাফিক্স আরও প্রাণবন্ত করে তুলেছে গিগাবাইট। এছাড়াও, প্রতিষ্ঠানটি দাবি করেছে, উন্নত উইন্ডফোর্স ইনফিনিটি কুলিং টেকনোলজির মাধ্যমে ২৭০ ওয়াট পর্যন্ত তাপ দ্রুত নিঃসরণ করা সম্ভব হবে।
প্রি-অর্ডার শুরু হয়েছে!
গিগাবাইটের পক্ষ থেকে জানানো হয়েছে, অরোস মাস্টার সিরিজের ল্যাপটপগুলো নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে প্রি-অর্ডার করা যাবে। গিগাবাইটের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন: https://www.gigabyte.com/Laptop/AORUS